promotional_ad

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চট্টগ্রামের স্পিন সহায়ক উইকেটের কথা মাথায় রেখে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তিন স্পিনার নিয়ে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। এক্ষেত্রে মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলামের সঙ্গে তিন নম্বর স্পিনার হিসেবে জায়গা পেতে পারেন নাঈম হাসান।


তিন স্পিনার খেলানো হলে একাদশে একমাত্র পেসার হিসেবে নামতে পারেন আবু জায়েদ রাহি। যদিও একাদশ কেমন হতে পারে সেটি নিয়ে এখনও তেমন কিছু বলেননি অধিনায়ক সাকিব আল হাসান। তবে উইকেটের ব্যাপারে এখনও সেভাবে নিশ্চিত নন তিনি।  


ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সাকিব বলেন, 'অনেক সময় দেখা যায় যে চট্টগ্রামে যেমন উইকেট দেখা যায়, তেমন হয় না। যে ধরণের উইকেটই হবে, চেষ্টা করব সেটার সঙ্গে দ্রুততম সময়ে মানিয়ে নেওয়ার এবং প্রতিপক্ষের চেয়ে আরও ভালোভাবে মানিয়ে নেওয়ার। সেটি করতে পারলে আমরা ভালো কিছু করতে পারব।'



promotional_ad

এদিকে টেস্ট এবং ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানো তামিম ইকবাল না থাকায় টেস্টে ওপেনিংয়ে নামার সম্ভাবনা রয়েছে লিটন কুমার দাসের। আর তাঁর সঙ্গী হিসেবে থাকতে পারেন সাদমান ইসলাম অনিক। তেমনটি হলে সৌম্য সরকার নামবেন মিডল অর্ডারে।  


বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান অবশ্য বেশ আটঘাট বেঁধেই খেলতে নামবে এই ম্যাচে। একাদশে নিশ্চিতভাবেই থাকবেন প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা চায়নাম্যান বোলার জহির খান। বিসিবি একাদশের বিপক্ষে মাত্র ২৪ রান খরচায় ৫ উইকেট শিকার করেন তিনি।  


এছাড়াও একাদশে সুযোগ পেতে পারেন ইবরাহিম জাদরান এবং কাইস আহমেদ। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্টে আফগানিস্তান দলে খেলেছিলেন মোহাম্মদ শাহজাদ, ওয়াফাদার মোমান্দ এবং ওয়াকার সালামখেইল। তবে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে জায়গা হয়নি তাদের। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন জাদরান, জহির ও কাইস আহমেদ। 


বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)- 



সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক),সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি। 


আফগানিস্তান একাদশ (সম্ভাব্য)- 


ইহসানউল্লাহ জানাত, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আসগর আফগান,  মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), রশিদ খান (অধিনায়ক), ইয়ামিন আহমদজাই, কাইস আহমেদ, জহির খান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball