promotional_ad

ইতিহাস গড়ার আগে রোমাঞ্চিত রশিদ

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) টস করতে নামলেই রেকর্ডের পাতায় নাম লেখাবেন আফগানস্তানের অধিনায়ক রশিদ খান। টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে টস করতে নামবেন তিনি।


বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে অবশ্য রেকর্ড নিয়ে ভাবছেন না আফগান দলপতি। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে রশিদ জানিয়েছেন, অল্প বয়সেই এমন অভিজ্ঞতা তাঁর জন্য দারুণ গর্বের এবং তৃপ্তির। সাদা পোষাকে দলটির নেতৃত্ব দেয়ার জন্য মুখিয়ে আছেন রশিদ।



promotional_ad

এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'আমি মনে করি অল্প বয়সেই দলকে নেতৃত্ব দেয়া দারুণ বিষয়। এটা দারুণ একটি সুযোগ অল্প বয়সেই কিছু সেখার জন্য। দলে থাকা অবসময়ই দারুণ। অধিনায়কত্বের কথা বাদ দিন। টেস্ট দলের হয়ে খেলা অনেক গর্বের এবং তৃপ্তির। দলকে নেতৃত্ব দেয়া আমার জন্য বিশেষ কিছু এবং দলের অধিনায়ক হওয়া আমার জন্য রোমাঞ্চকর। আমি আমার সেরাটা চেষ্টা করবো এবং আমি আমার শতভাগ দিব।'


চট্টগ্রাম টেস্টের প্রথম দিন রশিদের বয়স হবে ২০ বছর ৩৫০ দিন। তার আগে টেস্টে সবচেয়ে কম বয়সে অধিনায়কত্ব করার রেকর্ডটি ছিল জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক তাতেন্দা তাইবুর দখলে ছিল।


২০০৪ সালে হারারেতে শ্রীলংকার বিপক্ষে দলকে নেতৃত্ব দেন জিম্বাবুইয়ান এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তখন তাঁর বয়স ছিল ২০ বছর ৩৫৮ দিন। মাত্র ৮ দিনের ব্যবধানে এগিয়ে থেকে তাইবুর রেকর্ড ভাঙতে যাচ্ছেন রশিদ। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball