টেস্টের মতো করেই টেস্ট খেলতে চায় আফগানরা
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সীমিত ওভারের ফরম্যাটে নিজেদের সমীহ জাগানিয়া দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে আফগানিস্তান। তবে টেস্ট ক্রিকেটে একেবারেই নবাগত তারা। দ্রুতই এই ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করছে আফগানিস্তান।
বাংলাদেশের বিপক্ষেও টেস্টের মানসিকতার সঙ্গ মানিয়ে নিতে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তাদের। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক রশিদ খান জানিয়েছেন, টেস্টের মতো করেই টেস্ট খেলতে চান তাঁরা। সাদা পোষাকে আগ্রাসী মনোভাবটা তুলে রেখে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই লক্ষ্য তাঁর দলের।

এ প্রসঙ্গে রশিদ বলেছেন, 'আমরা সবসময় মনোযোগ রাখি টেস্টের মতো করেই টেস্ট খেলার জন্য। অন্য ফরম্যাটগুলোর থেকে আলাদা ভাবে খেলার চেষ্টা করি। ফরম্যাটটা পুরোপুরি বদলে গেছে। আমরা ম্যাচটি নিয়ে উন্মুখ এবং আমরা চেষ্টা করছি নিজেদের শতভাগ দিতে।'
বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারে নিয়মিত খেললেও টেস্টে এবারই প্রথম মুখোমুখি হবে দুই দল। দুই দলই প্রতিপক্ষ ব্যাটসম্যান-বোলারদের শক্তিমত্তা জানে। ফলে আসন্ন এই সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশাবাদী আফগান দলপতি।
'আমরা পরিচিত প্রতিপক্ষ। বাংলাদেশ এবং আমরা অনেক ওয়ানডে-টি-টোয়েন্টি খেলেছি। আমরা তাদের ব্যাটসম্যানদের চিনি এবং আমরা তাদের বোলারদেরও চিনি এবং আমাদের ব্যাপারেও তাদের জানাশোনা আছে। আশা করছি দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে।'