রশিদ খানের কথাই সত্যি হলো
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের জাত চেনানো আফগানিস্তান টেস্ট স্ট্যাটাস পেয়েছে বছর দুয়েক। এর মধ্যে দুটি টেস্ট খেলা আফগানরা দ্বিতীয় টেস্টেই জয়ের স্বাদ পায়।
নিজেদের তিন নম্বর টেস্ট খেলতে এখন বাংলাদেশে অবস্থান করছে রশিদ খানের দল। মূল লড়াইয়ে মাঠে নামার আগে রবিবার বিসিবি একাদশের মুখোমুখি হয় টেস্ট ক্রিকেটের নতুন এই সদস্য।

বাংলাদেশে পা রেখে দলটির অধিনায়ক রশিদ খান জানিয়েছিলেন, কম টেস্ট খেলার অভিজ্ঞতা থাকলেও এই ফরম্যাটে ভিন্ন মানসিকতা নিয়ে মাঠে নামতে চান তাঁরা। অধিনায়কের কথাকে বাস্তবায়ন করেছেন দলের ব্যাটসম্যানরা।
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষা নিয়েছেন আফগান ব্যাটসম্যানরা। বিশেষ করে দুই ওপেনার ইব্রাহিম জাদরান এবং করিম জানাত ব্যাটিং করেছেন পুরোপুরি টেস্ট মেজাজে। মন্থর ব্যাটিং করে বাংলাদেশের বোলারদের কোনো সাফল্যই পেতে দেননি এই দুজন।
জানাত ১৩৭ বল খেলে ৬২ এবং ১২৪ বলে ৫২ রান করেন ইব্রাহিম। এই দুজনের উইকেট তুলে নিতে পারেননি বোলাররা। স্বেচ্ছায় অবসর নিয়ে মাঠ ছেড়েছেন দুজনই। এ ছাড়া হাশমতউল্লাহ শহীদি ৬১ বলে ২৬ এবং মোহাম্মাদ নবি করেন ৭৯ বলে ৩৩ রান।
সব মিলিয়ে আফগান ব্যাটসম্যানরা অধিনায়ক রশিদ খানের বক্তব্যকে সত্যি প্রমাণ করেছেন অনেকখানি। রশিদ বলেছিলেন, ‘এটা (টেস্ট) ভিন্নরকম বটেই। আপনাকে ভিন্ন ধরনের মানসিকতা রাখতে হবে।
আপনি অনেক সময় পাবেন, আবার চাপও বেশি পাবেন টেস্টে। খেলোয়াড় হিসেবে আপনাকে টি-টোয়েন্টি, ওয়ানডে আর টেস্টে দ্রুত মানিয়ে নেওয়া জানতে হবে। আমরা তার জন্য তৈরি আছি। মানসিকভাবে শক্ত প্রস্তুতিই নিয়েছি আমরা।’