পাকিস্তানে খেলতে চান না লঙ্কান ক্রিকেটাররা!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তান সফরে যাবে শ্রীলঙ্কা। সম্প্রতি দেশটির ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বেশ কয়েকজন লঙ্কান ক্রিকেটার পাকিস্তান সফরে যাওয়ার বিপক্ষে।
পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম এক্সপ্রেস নিউজের একটি রিপোর্ট থেকে বিষয়টি জানা গেছে। তারা জানিয়েছে, পাকিস্তান সফরে যেতে চান না উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা এবং অভিজ্ঞ অলরাউন্ডার থিসারা পেরেরা।

রিপোর্টে বলা হয়েছে, আরও বেশ কয়েকজন ক্রিকেটার পাকিস্তানে খেলতে আগ্রহী নন। তবে এখনো তাঁদের নাম জানা যায়নি। পাকিস্তান সিরিজ না খেলে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার অনুমতি চেয়েছেন ডিকভেলা এবং পেরেরা।
২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে একঘরে হয়ে রয়েছে পাকিস্তান। নিজেদের দেশেই নির্বাসনে আছে তারা। মাঝে জিম্বাবুয়ে এবং আফগানিস্তান দেশটিতে সফর করলেও বড় কোনো দল আগ্রহ দেখায়নি সেখানে খেলার।
২০১৭ সালের অক্টোবরে পাকিস্তানে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কা। যদিও মূল শক্তির দল নিয়ে পাকিস্তানে খেলতে যায়নি তারা। এবার পাকিস্তানের দেয়া প্রস্তাব গ্রহণ করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। এখানেও বিপত্তি বেধেছে কয়েকজন ক্রিকেটারের পিছুটান দেয়ার কারণে।