promotional_ad

শুধু গতির পেছনে ছোটেন না আর্চার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গতিময় বোলিং করে ক্রিকেট বিশ্বে নাম কুড়িয়েছেন জফরা আর্চার। দীর্ঘ সময় পর একজন প্রকৃত ফাস্ট বোলারের দেখা মিলেছে ইংল্যান্ড ক্রিকেটে, এমন মন্তব্য করেছেন ক্রিকেট বোদ্ধারাও। তবে শুধু গতি নয়, উইকেটও নিতে চান ২৪ বছর বয়সী আর্চার।


বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে ইংল্যান্ডের অ্যাশেজ দলে ডাক মিলেছে আর্চারের। লর্ডস টেস্ট দিয়ে দীর্ঘ পরিসরের ক্রিকেটে অভিষেক হয় তাঁর। প্রথম টেস্টেই নিজের সামর্থ্য দেখান আর্চার। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ঘায়েল করতে ঘন্টায় গড়ে ৯০ মাইল বেগে বোলিং করেছেন তিনি। তাঁর দুর্দান্ত বোলিংয়ে জয়ের স্বপ্ন দেখে ইংল্যান্ড, যদিও শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়। অভিষেক টেস্টে দুই ইনিংসে পাঁচ উইকেট নেন এই তরুণ।



promotional_ad

নিজের দ্বিতীয় টেস্টে আরও ভয়ানক রূপে দেখা যায় আর্চারকে। গতির সঙ্গে সঠিক জায়গায় বল করে প্রথম ইনিংসে তুলে নেন ছয় উইকেট। অজিদের ১৭৯ রানে বেঁধে ফেলতে সাহায্য করেন তিনি। দ্বিতীয় ইনিংসে নেন দুই উইকেট।


আর্চারের মতে, শুধু গতি দিয়ে উইকেট পাওয়া যায় না। তাঁর বক্তব্য, 'গতিময় বোলিং দিয়ে ব্যাটসম্যানদের সবসময় আউট করা যায় না। আপনাকে সঠিক জায়গায় বল ফেলতে হবে। আমি এখানে গতিতে বল করতে এসেছি কিন্তু উইকেট নিতেও এসেছি।'


তরুণ এই পেসারে উজ্জ্বল ভবিষ্যৎ দেখছে ইংল্যান্ড। আর্চারের সঠিক পরিচর্যা করার পরামর্শও দিয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটাররা। ইংল্যান্ডের অনেক বড় সম্পদ আর্চার, বলছেন অনেক বিশেষজ্ঞ।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball