সাকিবের কাছে পারফরম্যান্সটাই মুখ্যঃ ফরহাদ রেজা
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের কাছে পারফরম্যান্সটাই মূল, এমনটাই বিশ্বাস করেন ফরহাদ রেজা। তাঁর মতে, ক্রিকেটারদের পারফরম্যান্স দেখেই জাতীয় দলের বিবেচনায় রাখবেন সাকিব।
ঘরোয়া ক্রিকেটে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ দলে ডাক পান ফরহাদ রেজা। আট বছর পর জাতীয় দলের সুযোগ পেলেও কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি অভিজ্ঞ এই অলরাউন্ডারের।

এরপর বিশ্বকাপ দলে জায়গা হয়নি রেজার। বাদ পড়েছেন শ্রীলঙ্কা সিরিজ থেকেও। এবার ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আগে ঘোষিত ৩৫ সদস্যের প্রাথমিক দলে রাখা হয়েছে তাঁকে। অপেক্ষায় আছেন আবারো সুযোগের।
বুধবার মিরপুরে ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, 'অধিনায়ক (সাকিব) জানে, ওর সাথে এই নিয়ে কোনো কথা হয়নি; ও আমার পারফরম্যান্সের ব্যাপারে সবই জানে। তবে ওর কাছে পারফরম্যান্সটা সবার আগে। সে সবসময়ই বলে পারফর্ম করবেন দলে থাকবেন, পারফর্ম করবেন না চলে যাবেন।'
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গত আসরে ২৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকায় যৌথভাবে দ্বিতীয় অবস্থানে ছিলেন ফরহাদ রেজা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে ১৭ উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতেও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দেখা গেছে তাঁকে।