বর্তমান নিয়ে থাকতে চান আফিফ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বর্তমান নিয়ে থাকতে চান তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন। এখনই জাতীয় দল নিয়ে ভাবছেন না তিনি। তবে সুযোগ পেলে নিজের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন ১৯ বছর বয়সী এই ক্রিকেটার।
শ্রীলঙ্কান ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের হয়ে খেলছেন আফিফ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি হাফ সেঞ্চুরি হাঁকান এই তরুণ। এবার চারদিনের ম্যাচেও ব্যাট হাতে সামর্থ্য দেখান তিনি। প্রথম ইনিংসে ৫৪ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

নির্বাচকদের নজরে আছেন, তাই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার অনুমতিপত্র দেয়া হয়নি আফিফকে; এমনই জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। টেস্ট এবং ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আগে ঘোষিত প্রাথমিক স্কোয়াডে আছেন তিনি। তবে জাতীয় দলের স্বপ্ন এখনো দেখেন না এই অলরাউন্ডার।
মঙ্গলবার সাংবাদিকদের আফিফ বলেন, 'আমার ওইখানে কোনো লক্ষ্য নেই। আমার প্রাথমিক লক্ষ্য হলো আমি এখানে খেলছি আর এখানে মনোযোগ দিতে চাই। এই ম্যাচগুলোতে ভালো পারফর্ম করার চেষ্টা করব। এখানে ভালো খেলতে পারলে যদি সুযোগ আসে তাহলে ওইখানে সেরাটা দেয়ার চেষ্টা করব।'
'আমি সবসময় চিন্তা করি যেখানেই খেলবো সেখানেই নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব। আপাতত এইটা নিয়ে চিন্তা করছি যেন এখানেই আমার সেরা পারফর্মটা করতে পারি।'
আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। এরপর ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে জিম্বাবুয়ে, আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে মাঠে নামার সুযোগ রয়েছে বাংলাদেশের জার্সিতে একটি টি-টোয়েন্টি খেলা আফিফের।