promotional_ad

অবসরের সিদ্ধান্ত ধোনিকেই নিতে হবেঃ গাঙ্গুলি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মহেন্দ্র সিং ধোনিকেই অবসরের সিদ্ধান্ত নিতে হবে, মনে করেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের অবসর নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই ক্রিকেট পাড়ায়। তবে গাঙ্গুলির মতে, নিজের অবস্থা সবচেয়ে ভাল বলতে পারবেন স্বয়ং ধোনি।


বিশ্বকাপের পূর্বে ভারতীয় দলে ধোনির কার্যকারিতা নিয়ে আলোচনা হয়নি। সেই শেষ পর্যন্ত সমালোচনাই কুড়িয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। বিশ্বকাপের দুই মাস পর নিজেকে ক্রিকেট থেকে সরিয়ে নিয়ে সেনাবাহিনীর ট্রেনিং নিয়েছেন তিনি।



promotional_ad

ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে যাননি। আবারো ফিরবেন ক্রিকেটে নাকি হঠাৎ বিদায় বলে দিবেন তা নিয়ে ভারতীয় ক্রিকেটে চলছে আলোচনা। তবে সারাজীবন খেলবেন না ধোনি, সকলকে মনে করিয়ে দিয়েছেন গাঙ্গুলি।


তাঁর ভাষায়, 'ধোনি এখনও ভারতকে ম্যাচ জেতাতে পারবে কিনা, সেই সিদ্ধান্ত ওকেই নিতে হবে। আজীবন খেলবে না ধোনি, ভারতীয় ক্রিকেটকে তা মেনে নিতে হবে। ধোনি, বিরাট কোহলি, শচিন টেন্ডুলকার খেলা চালিয়ে গেলে আগের মতোই ম্যাচ জেতাবে এরকম প্রত্যাশাই থাকে মানুষের। কতটা জ্বালানি পড়ে রয়েছে, তা একজন খেলোয়াড়ই ভালো বলতে পারবে।'


'আমি বিশ্বাস করি, ধোনি নিজেই ওর ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সব বড় খেলোয়াড়কেই এক সময়ে জুতো তুলে রাখতে হয়। এটাই খেলা। শচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা, স্যার ডন ব্র্যাডম্যান—সবাইকেই খেলা ছাড়তে হয়েছে। এটাই নিয়ম। ধোনিকেও একই অবস্থার মধ্য দিয়ে যেতে হবে।'



এদিকে ধোনির অবসর নিয়ে কথা বলেছেন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। তাঁর মতে, 'অবসর গ্রহণ একদমই ব্যক্তিগত সিদ্ধান্ত। ধোনির মতো কিংবদন্তি ক্রিকেটার জানেন কখন ছেড়ে দেওয়া উচিত। ধোনির ভবিষ্যৎ কী, তাঁকে নিয়ে ভাবনাচিন্তা কী, তা পুরোটাই নির্বাচন কমিটির হাতে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball