রোটেশন পদ্ধতি চালুর এখনই সময়ঃ দুর্জয়

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় বিশ্বাস করেন, রোটেশন পদ্ধতি চালু করার এখনই উপযুক্ত সময়। যা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য আশীর্বাদ হয়ে আসবে।
ক্রিকেটারদের কাজের চাপ মানিয়ে নিতে বলেছিলেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু এখন অবধি বিসিবির পক্ষ থেকে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। অথচ বর্তমানে আন্তর্জাতিক সব দলের ক্রিকেটাররাই কাজের চাপ মানিয়ে খেলছে।

বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সাকিব। এবার আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। যা ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ ক্রিকেটেও কাজের চাপ নিয়ে সচেতন হচ্ছেন ক্রিকেটাররা।
এই পদ্ধতি নির্বাচকদের কাজও সহজ করে দিচ্ছে। অভিজ্ঞদের বিশ্রাম দিয়ে তরুণ ক্রিকেটারদের পরখ করে নেয়ার সুযোগ পাচ্ছেন তারা। বাংলাদেশ দলের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান মনে করছেন, রোটেশন পদ্ধতির সঙ্গে সকলের পরিচিত হওয়ার এটাই সঠিক সময়।
হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের চেয়ারম্যান দুর্জয় বলেন, ‘রোটেশন পদ্ধতির সঙ্গে পরিচিত হতেই হবে। ভবিষ্যতের জন্য সাকিবের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিকল্প প্রয়োজন। যদিও আমাদের সাকিবের মতো প্রতিভাবান ক্রিকেটার থেকে থাকে তাহলে তাকে মাঠের অভিজ্ঞতা দিতে হবে, খেলার সুযোগ দিতে হবে। খেলোয়াড়রা ইনজুরিতে পড়তেই পারে। তাই এই পদ্ধতি সবসময়ই ছিল এবং আরও শক্তিশালী করা প্রয়োজন। এমন কিছু সিরিজ আছে যেখানে আমরা অভিজ্ঞদের বিশ্রাম দিয়ে তরুণদের সুযোগ দিতে পারি। আমার মনে এখনই উপযুক্ত সময় এ নিয়ে ভাবার।’
ভবিষ্যতের জন্য ক্রিকেটার তৈরিতে বড় ভূমিকা রাখছে হাই পারফরম্যান্স ইউনিট। এইচপি দলের সিরিজগুলো ক্রিকেটারদের সামর্থ্য মেলে ধরতে সহায়তা করে বলে মনে করছেন দুর্জয়।
বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমরা যখন ম্যাচের আয়োজন করব তখন তাদের সুযোগ দিব। শ্রীলঙ্কান ইমার্জিং দলের বিপক্ষে আমাদের এইচপি দলের সিরিজ হচ্ছে, ভারত সফরে পাঁচ ম্যাচের সিরিজ রয়েছে। যেখানে এইচপি দলের ক্রিকেটাররা তাদের সামর্থ্য দেখাতে পারবে। নির্বাচকরাও খেলোয়াড়দের উন্নতি পর্যবেক্ষণ করতে পারবে। আমরা সুযোগ দেয়ার জন্য মঞ্চ তৈরি করছি। যদি খেলোয়াড়রা সেই সুযোগ সঠিকভাবে কাজ লাগায় তাহলে তারা জাতীয় দলের সুযোগ পাবে।’