বাংলাদেশকে পেছনে ফেলতে আবু ধাবিতে আফগানিস্তান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ সফরের আগে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে অনুশীলন ক্যাম্প করেছে আফগানিস্তান। আসন্ন এই সিরিজে সাফল্যের পেছনে বড় ভূমিকা রাখবে আবু ধাবির আবহাওয়া, মনে করেন আফগান অধিনায়ক রশিদ খান।
২২ আগস্ট থেকে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করছেন আফগান ক্রিকেটাররা। বাংলাদেশের তুলনায় আবু ধাবির তাপমাত্রা বেশি। সিরিজের আগে বাড়তি তাপমাত্রায় অনুশীলন করে বাংলাদেশের কন্ডিশনের জন্য নিজেদের প্রস্তুত করতে চাইছে আফগানরা।

বাংলাদেশ সিরিজের প্রস্তুতি নিয়ে রশিদ খান বলেন, ‘আমরা অনুশীলনের জন্য ভারতের পরিবর্তে আবু ধাবি পছন্দ করেছি। কারণ বাংলাদেশ থেকে গরম আবহাওয়ায় অনুশীলন করতে চেয়েছি। আসন্ন এই সফরের জন্য আরও ভিন্ন কিছু করতে চাই।’
ইংল্যান্ড বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে রশিদ খানের দল। তিন সপ্তাহের জন্য বাংলাদেশে আসছে দলটি। ৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া একমাত্র টেস্টের পর জিম্বাবুয়ে এবং বাংলাদেশসহ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান।
অধিনায়ক হিসেবে সফরটি সফল করতে চান রশিদ খান। তবে বাড়তি দায়িত্বের জন্য নিজের পারফরম্যান্সে প্রভাব পড়তে দিতে চান না তিনি।
বর্তমান সময়ের অন্যতম সেরা এই লেগ স্পিনার বলছেন, ‘জাতীয় দলের অধিনায়কত্ব করা অনেক বড় সম্মানের এবং যে কোনো খেলোয়াড়ের কাছে স্বপ্নের মতো। আমাদের ক্রিকেট বোর্ড দীর্ঘ সময়ের জন্য পরিকল্পনা করছে। যার অংশ হিসেবে আমাকে অধিনায়কত্ব দেয়া। কিন্তু এই দায়িত্বের কারণে পারফরম্যান্সে ব্যাঘাত করতে চাই না। যখন দায়িত্ব নিয়েছি তখন আমার মূল লক্ষ্য থাকবে ক্রিকেট উপভোগ করা এবং পারফরম্যান্স করা।’
নিজেদের ক্রিকেট ইতিহাসের তৃতীয় টেস্টে সেপ্টেম্বরের শুরুতে মাঠে নামতে যাচ্ছে আফগানিস্তান। গত বছর অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে হারার পর আয়ারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়েছিল আফগানরা। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টেও জয়ের স্বাদ পেতে মরিয়া রশিদ খানের দল।