দেশেও বিদেশের স্বাদ চান শফিউল

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঘরের মাঠে মন্থর, স্পিন সহায়ক উইকেটে খেলে অভ্যস্ত বাংলাদেশ। যে কারণে বিদেশে দ্রুত গতির উইকেটে বেশিরভাগ সময়ই ভরাডুবির সম্মুখীন হতে হয় সাকিব আল হাসান, তামিম ইকবালদের। তাই দেশের বাইরে সাফল্যের জন্য ঘর থেকেই প্রস্তুত হওয়ার তাগিদ দিচ্ছেন বাংলাদেশ পেসার শফিউল ইসলাম।
শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, ঘরোয়া ক্রিকেটেও স্পিন সহায়ক উইকেটে খেলেন বাংলাদেশি ক্রিকেটাররা। যার প্রভাব পড়ে বিদেশের মাটির সিরিজে। প্রতিকূল অবস্থায় দিক শূন্য অবস্থায় পড়তে হয় ক্রিকেটারদের।

সব কন্ডিশনের জন্য নিজেদের প্রস্তুত করতে দেশেই বিদেশি উইকেট বানানোর পক্ষে শফিউল। তাঁর মতে, ‘যে রকম কন্ডিশনে যাবো, ওই রকম উইকেট হলে অভ্যস্ত হওয়া যায়। ঘরের বাইরে যেমন উইকেট থাকে, ওই রকম উইকেট হলে সবার জন্যই ভালো। ব্যাটসম্যান, বোলার সবার জন্যই।’
‘আমরা এখন যেখানে নেট করছি, অনুশীলন করছি, খুব ভালো উইকেট। স্পিন সহায়ক উইকেট হবে, বা উইকেট কেমন হবে এটা তো আমাদের হাতে না। যে রকম কন্ডিশনই হোক, আমাদের রেডি থাকতে হবে।‘ যোগ করেন ডানহাতি অভিজ্ঞ এই পেসার।
যদিও বর্তমানে দেশের বাইরে ভালো পারফর্মেন্স করছে বাংলাদেশ। সঠিক অনুশীলনের মাধ্যমে আরও বেশি উন্নতি করা সম্ভব বলে মনে করেন শফিউল। সোমবার জাতীয় দলের নবনিযুক্ত বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টের সঙ্গে বোলিং নিয়ে কাজ করেছেন তিনি।
অনুশীলন শেষে শফিউল বলেন, ‘আমরা বাংলাদেশ দল অনেক ভালো করে আসছি। আমরা ঘরে যে রকম খেলছি, বাইরেও ভালো খেলছি। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। আমরা যদি কঠোর পরিশ্রম করি, তাহলে দ্রুতই দেশের বাইরেও উন্নতি করা সম্ভব।’