নির্বাচকদের চাপ বাড়িয়ে দিয়েছেন তামিম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দল গোছাতে সবসময়ই চাপে থাকতে হয়ে নির্বাচকদের, ব্যতিক্রম নয় বাংলাদেশের নির্বাচকরা। মিনহাজুল আবেদীন, হাবিবুল বাশারদের সেই চাপ আরও বাড়িয়ে দিয়েছেন অভিজ্ঞ তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ এবং ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নেই বাঁহাতি এই ব্যাটসম্যান। তামিমের অনুপস্থিতিতে দলের উদ্বোধনী জুটি সাজাতে বেগ পেতে হচ্ছে নির্বাচকদের, হাবিবুল বাশারের বক্তব্যে যা স্পষ্ট।
টানা ক্রিকেটের মধ্যে থাকা তামিম আসন্ন সিরিজের আগে বিশ্রাম চেয়ে নিয়েছেন। তাঁর অনুপস্থিতিতে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের উদ্বোধনী জুটি নিয়ে চিন্তায় পড়েছেন নির্বাচকরা। উদ্বোধনী জুটি যে কোনো দলের জন্য স্তম্ভ। সেখানে অভিজ্ঞ ক্রিকেটারের ঘাটতি অনেক প্রভাব ফেলে, ভালোই জানা নির্বাচকদের।

উদ্বোধনী ব্যাটসম্যান নির্বাচন করতে না পারায় দল ঘোষণা করতে সময় লাগছে বলে জানিয়েছেন বাশার। তিনি বলেছেন, 'দেখুন আমাদের নিয়মিত যে ওপেনার তামিম ইকবাল তিনি এই সিরিজে খেলছেন না। তামিম তো আমাদের হয়ে অনেকদিন ধরে খেলছেন, আমাদের সব থেকে অভিজ্ঞ এবং প্রুভেন খেলোয়াড়।
'সঙ্গে আমরা সাদমান ইসলামকে রেখেছিলাম সে কিন্তু ভালো করেছে। তবে তাঁর সঙ্গী কে হচ্ছেন এই সিরিজে সেটা আমরা এখনো চিন্তা করিনি। আমাদের আলোচনা চলছে যে নতুন কাউকে দেখবো নাকি ভবিষ্যতের কথা ভেবে আমরা নতুন উদ্বোধনী জুটি দেখবো।'
তরুণ সাদমান ইসলামকে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নির্বাচন করলেও তাঁর সঙ্গী এখনো পাননি বাশার। ভবিষ্যতের জন্য সাইফ হাসান, সাদমানদের নিয়ে তরুণ উদ্বোধনী জুটি সাজাবেন কিনা সেই চিন্তায় আছেন নির্বাচকরা। চিন্তায় ইমরুল কায়েস, জহুরুল ইসলামের মতো অভিজ্ঞ ওপেনারদেরও রাখা হয়েছে বলে জানিয়েছেন বাশার।
'আপনারা জানেন যে ও কয়েকটি সিরিজ ধরে দলের সঙ্গে আছে, খারাপ কিন্তু করেনি। কিন্তু এখনো সে তরুণ। সে মাত্র শুরু করেছে এতো অভিজ্ঞ নয়, যেহেতু তামিম সঙ্গে ছিল ওর ওপর চাপ এতোটা ছিল না। তাই ওর উপরে চাপ দিয়ে একদম নতুন করে শুরু করবো কিনা সেটা চিন্তা আছে।'
'আবার হয়তো পুরানো কাউকে নিলাম যেন একজন তরুণ এবং একজন অভিজ্ঞ কেউ থাকলো। এগুলো বিষয় নিয়েই আমরা চিন্তা করছি যে জন্য স্কোয়াড ঘোষণা করতে একটু দেরি হচ্ছে আমাদের।' বলেছেন বাশার।