টসের প্রথা তুলে দিচ্ছে পাকিস্তান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেটে টস প্রথা বিলুপ্তির পথে! টসের নিয়ম প্রায় তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসন্ন মৌসুম থেকে ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে নতুন চালু করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফিতে উইকেটগুলো বোলিং সহায়ক হয়ে থাকে। যে কারণে টস জিতলেই বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দলগুলো। যার ফলে স্বাগতিক দলগুলো বেশি সুবিধা পায়।

যার প্রভাব দেশের ক্রিকেটে পড়ছে বলে মনে করছেন পাকিস্তান ক্রিকেটের কর্তারা। তাই শর্তসাপেক্ষে নতুন নিয়ম চালু করার পরিকল্পনা করছে পাকিস্তান। নতুন মৌসুমে খেলতে আসা দলগুলোকে প্রথমে বল করার সুযোগ দেওয়া হবে। তারা অস্বীকার করলে তখন টস করা হবে।
পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খানের মাথায় এই প্রস্তাব আসে এবং তিনি দ্রুত এটি চালু করার নির্দেশ দেন। ওয়াসিম খান মনে করেছেন, গত কয়েকটি মৌসুম ধরে ঘরোয়া দলগুলো একপেশে ভাবে জিতে যাচ্ছিল। এই সিদ্ধান্তের ফলে প্রতিযোগিতা আরও জমজমাট হবে। এ ছাড়াও নতুনভাবে উইকেট তৈরি করা হবে যাতে সব দল এই উইকেট থেকে সুবিধে পেতে পারে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা 'দ্য নিউজকে' বলেছেন, 'প্রথম শ্রেণীর ক্রিকেটে টস থেকে স্বাগতিক দল কোনো বাড়তি সুবিধা পাবে না। সাধারণত স্বাগতিকরা সবুজ উইকেট তৈরি করে এবং টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়।'
'কারণ তারা জানে উইকেট কেমন ব্যবহার করবে। কিন্তু নতুন এই নিয়মে তখনই টস করা হবে যখন সফরকারী দল প্রথমে বোলিং করতে মানা করবে।'