promotional_ad

'অতিমানব' স্টোকসে রেকর্ডের পাতা ওলটপালট

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৯ অ্যাশেজ, সিরিজে ফিরতে হলে হেডিংলি টেস্ট জিতততেই হতো ইংল্যান্ডকে। অবিশ্বাস্য এক ইনিংস খেলে দলকে জয়ের স্বাদ এনে দেন বেন স্টোকস। ১৩৫ রানের অতিমানবীয় এক ইনিংস খেলেছেন তিনি, ইংল্যান্ড পেয়েছে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়। এরই সঙ্গে টেস্ট ক্রিকেটের রেকর্ডের পাতা করেছেন ওলটপালট।


১। টেস্ট ইতিহাসে ইংল্যান্ডের সর্বোচ্চ রান তাড়া করা জয় ছিল এই ম্যাচে। লিডসে ৩৬৯ রানের পাহাড় পাড়ি দিয়েছে স্বাগতিকরা। ১৯২৮ সালের অ্যাশেজে এর আগের রেকর্ডটি গড়েছিল ইংল্যান্ড। ৩৩২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল তারা। যেখানে ১৩৫ রানের ব্যক্তিগত ইনিংস খেলেছিলেন হার্বার্ট সাটক্লিফ।


২। শেষ উইকেট জুটিতে স্টোকস এবং জ্যাক লিচ ৭৬ রানের জুটি গড়েছেন। টেস্ট ইতিহাসে রান তাড়ায় জয়ে দশম উইকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। শীর্ষ স্থানে আছে শ্রীলঙ্কার কুশল পেরেরা এবং বিশ্ব ফার্নান্দোর ৭৮ রানের জুটি। চলতি বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অবিশ্বাস্য জয়ে এই জুটি গড়েন এই দুইজন।



promotional_ad

৩। চতুর্থবারের মতো লিডসে ৩০০ ঊর্ধ্ব রান তাড়া করে টেস্টে জিতেছে কোনো দল। একটি ভেন্যুতে এটিই সর্বোচ্চ সংখ্যক ৩০০ ঊর্ধ্ব রান তাড়া করে জয়। দ্বিতীয় ভেন্যুটি দক্ষিণ আফ্রিকার ডারবান, যেখানে তিনবার ৩০০ ঊর্ধ্ব রান তাড়া করা হয়েছে।


৪। প্রথম ইনিংসে ৬৭ রানে অলআউট হয়েও ম্যাচ জিতেছে ইংল্যান্ড। গত ১৩১ বছরে এক ইনিংসে এত কম রান করে জেতেনি কোনো দল। এর চেয়ে কম রান করেও ম্যাচ জয়ের নজীর আছ মাত্র তিনটি। ১৮৮২ সালে প্রথম ইনিংসে ৬৩ রান করে জিতেছিল অস্ট্রেলিয়া। তৃতীয় ইনিংসে ৬০ রান করে জিতেছিল অজিরা। ১৮৮৭ সালে ইংল্যান্ড জিতেছিল প্রথম ইনিংসে ৬৭ রান করে।


৫। বিশ্বকাপের পরপরই খেলা লর্ডস টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৮৫ রানে গুটিয়েও জিতেছিল ইংল্যান্ড। টেস্টে একশর কম রানে অলআউট হয়েও ম্যাচ জয়ের ঘটনা এখন ১৬টি, ৭টিই ইংল্যান্ডের।


৬। টেস্ট ইতিহাসে ১ উইকেটের জয়-পরাজয় মোট ১৪টি। যেখানে ৬ বারই হেরেছে অস্ট্রেলিয়া, জিতেছে ১ বার। ইংল্যান্ড জিতেছে চারবার।



৭। অ্যাশেজে চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের হয়ে দুটির বেশি সেঞ্চুরি হাঁকানো চতুর্থ ব্যাটসম্যান স্টোকস। হার্বার্ট সাটক্লিফ, জ্যাক হবস, গ্রাহাম গুচের পাশে নাম বসিয়েছেন তিনি।


৮। হার না মানা ১৩৫ রানের ইনিংসে ৮টি ছক্কা হাঁকিয়েছেন স্টোকস। যা অ্যাশেজ ইতিহাসে ব্যক্তিগত এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ২০০৫ সালে ওভালে কেভিন পিটারসন সাতটি ছক্কা মেরেছিলেন। টেস্ট ইতিহাসেও এক ইনিংসে এতো ছক্কা কেউ মারতে পারেনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball