promotional_ad

কোহলির কাছে গাঙ্গুলির চাওয়া

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


তরুণ ক্রিকেটারদের স্বাধীনভাবে খেলার ধারাবাহিক সুযোগ দিতে বিরাট কোহলিকে পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এতে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়বে বলে বিশ্বাস কিংবদন্তি এই ক্রিকেটারের।


স্বাধীনতা ক্রিকেটারদের প্রতিভা মেলে ধরতে সাহায্য করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তারই প্রমাণ দিয়েছেন ডানহাতি ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। ২৪ বছর বয়সী এই তরুণ নিজের সহজাত ব্যাটিং করার সুযোগ পেয়ে টানা দুটি হাফ সেঞ্চুরি করেছেন।



promotional_ad

ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে ৭১ এবং ৬৫ রানের ইনিংস খেলে বড় ভূমিকা রেখেছেন আইয়ার। ভারতে এমন আরও ক্রিকেটার আছেন, যারা স্বাধীনভাবে খেলার সুযোগ পায় না বলে নিজেদের প্রমাণ করতে পারছে না, ধারণা গাঙ্গুলির। 


অধিনায়ক কোহলিকে পরামর্শ দিয়ে গাঙ্গুলি বলেছেন, ‘আমি বলতে চাই বিরাটের একটি জায়গায় আরও ধারাবাহিক হতে হবে। প্রতিভাবানদের দলে নিয়ে ধারাবাহিক সুযোগ দিতে হবে। যেটা তাদের আত্মবিশ্বাস, ছন্দ বাড়াবে; আমি আগেও এটা বলেছিলাম।’


‘আপনি দেখেন শ্রেয়াস আইয়ার ওয়ানডে সিরিজে কেমন খেলেছে। আপনি তাকে নিয়েছেন এবং এই ম্যাচগুলো খেলার স্বাধীনতা দিয়েছেন। আমার মনে হয় অন্যান্য ক্রিকেটারদের এই স্বাধীনতা দেয়া উচিত এবং আমি নিশ্চিত বিরাট তা করবে।’ যোগ করেন ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অধিনায়ক।



ভারতীয় ক্রিকেটের বর্তমান এই অবস্থানে নিয়ে আসার পেছনে বড় ভূমিকা রেখেছেন গাঙ্গুলি। তাঁর নেতৃত্বে ক্রিকেটাররা ধারাবাহিক সুযোগ পেয়েছেন, স্বাধীনভাবে খেলেছেন। বর্তমান অধিনায়ক কোহলির কাছেও এমন চাওয়া গাঙ্গুলির।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball