সবার মতো নন ডমিঙ্গো
ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
‘সে ভিন্ন’- বাংলাদেশের নবনিযুক্ত কোচ রাসেল ডমিঙ্গোকে নিয়ে এমন মতামত দিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে ডমিঙ্গোর পরিকল্পনাই মূলত আকরামের খানের কাছে তাঁকে ভিন্নভাবে পরিচয় করিয়ে দিয়েছে।
২০১৭ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন ডমিঙ্গো। কোচিং ক্যারিয়ারে বেশ অভিজ্ঞতা রয়েছে তাঁর। বোর্ড থেকে সঠিক সহায়তা পেলে বাংলাদেশ ক্রিকেটকে উচ্চ পর্যায়ে নেয়ার সামর্থ্য আছে এই দক্ষিণ আফ্রিকানের, বিশ্বাস করছেন সাবেক অধিনায়ক আকরাম।

শনিবার মিরপুরে আকরাম খান বলেছেন, ‘ওর (ডমিঙ্গো) চিন্তাভাবনা বেশ ভালো। সে একজন পেশাদার কোচ। তার যে চিন্তাধারা আছে, তার অনেক লম্বা অভিজ্ঞতা আছে। খেলোয়াড় হিসেবে, নির্বাচক হিসেবে এবং বোর্ড পরিচালক হিসেবে অনেকগুলো কোচের সঙ্গে আমার কথা হয়েছে এবং পরিচয় হয়েছে। তবে সে ভিন্ন এবং তার পরিকল্পনাটি অনেক ভালো।’
‘আমি আশা করছি, ওকে যদি আমরা সাহায্য করতে পারি, আমাদের ক্রিকেট বোর্ড যদি সাহায্য করতে পারে তাহলে আমাদের ক্রিকেটের স্ট্যান্ডার্ড অনেক বাড়বে।’ যোগ করেন আকরাম।
প্রধান কোচ, প্রধান নির্বাচক এবং অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে বাংলাদেশ দলের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করেছেন আকরাম খান। সবার পক্ষ থেকে দলের উন্নতির জন্য পরিকল্পনা জানতে চেয়েছেন তিনি।
‘আমাদের একটাই আলোচনা ছিল যে, বাংলাদেশের ক্রিকেটকে কীভাবে উন্নতি করানো যায়। ঘর এবং বিদেশ দুই ক্ষেত্রেই। আমরা যেমন আগে শুধু ঘরের ব্যাপারে চিন্তা করতাম। এখন দুইদিকেই চিন্তা করতে হবে এবং এর জন্য কী করণীয় আছে, নির্বাচকের কী ভূমিকা থাকবে, অধিনায়কের কী চাহিদা থাকবে, আমি ওদেরকে কতটা সাহায্য করতে পারবো, সাপোর্ট করতে পারবো এসব কিছুই আলোচনা হয়েছে।’ বলেন আকরাম খান।