promotional_ad

ক্যাচে ধারাবাহিক নয় বাংলাদেশঃ কুক

ছবিঃ বিসিবি, রতন গোমেজ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ক্যাচ লুফে নেয়ায় ধারাবাহিক হতে হবে বাংলাদেশকে, জানিয়েছেন দলটির ফিল্ডিং কোচ রায়ান কুক। কঠিন ক্যাচ ধরে আবার সহজ ক্যাচ ছেড়ে দিলে কখনোই উন্নতি আসবে না। এটা ম্যাচের ফলাফলে খুব বেশি প্রভাব ফেলে বলে মনে করেন রায়ান কুক।


বিশ্বকাপে কয়েকটি ম্যাচে খুব ভালো ফিল্ডিং করেছে বাংলাদেশ। যেখানে নজরকাড়া ক্যাচ ধরেছেন সৌম্য সরকার, সাব্বির রহমানরা। কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে সহজ ক্যাচ ছেড়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বিরের মতো দেশসেরা ফিল্ডাররা।



promotional_ad

যা পরবর্তীতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তাই ক্যাচিংয়ে ধারাবাহিক হতে ক্রিকেটারদের অনুশীলনে বেশি জোর দিতে বলছেন কুক।


শনিবার মিরপুরে দক্ষিণ আফ্রিকার এই কোচ বলেছেন, ‘মনে হয় এখানে (ক্যাচে) আমরা ধারাবাহিক নই। বিশ্বকাপ এবং শ্রীলঙ্কা সিরিজে আমরা ভালো কিছু ক্যাচ ধরেছি। কিন্তু ক্যাচিংয়ে আরও ধারাবাহিক হওয়া আবশ্যক। পরবর্তী দিনগুলোতে ওই জায়গায়ই আমরা নজর দিব।’


ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশ। দীর্ঘ পরিসরের ক্রিকেটের নতুন এই টুর্নামেন্টে অংশ নেয়ার আগে বাংলাদেশকে ক্যাচ ধরায় শক্তিশালী দলে পরিণত করতে চাইছেন কুক।
 
তাঁর ভাষায়, ‘সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপ, আমাদের ক্যাচিংয়ের দিকে বেশি নজর দিতে হবে। বিশেষ করে যখন ঘরের বাইরে খেলবো আমরা, ছেলেরা ব্যাটের কাছাকাছি থেকে ভালো ফিল্ডিং করে। আমরা শর্ট ক্যাচের জন্য ফিল্ডার সাজাই। এটা মনে হয় সংস্কৃতিতেই আছে, তরুণ বয়স থেকেই তারা এটা করছে। দক্ষিণ আফ্রিকায় এটা বিরল অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচে স্লিপে চার-পাঁচ জন ফিল্ডার থাকা।’



‘এই জায়গায় যেতে হলে আপনাকে অভিজ্ঞ হতে হবে। মাঝে মধ্যে বাংলাদেশের মতো মন্থর উইকেটে স্লিপে দীর্ঘ সময় ধরে ফিল্ডার দেখা যায় না। ওয়ানডে ম্যাচের আগে আমরা কয়েক মাস এ নিয়ে কাজ করেছি। এখনো সেটা চালিয়ে যেতে হবে। স্লিপে দাঁড়ানোর মতো খেলোয়াড় নির্বাচন করতে পারলে কাজ সহজ হয়ে যাবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball