শাস্ত্রীর জায়গায় নিজেকে দেখতে চান গাঙ্গুলি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করতে চান দলটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। আরও একবার ভারতের কোচ হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন কিংবদন্তি এই ক্রিকেটার।
ইতোমধ্যে রবি শাস্ত্রীকে ফের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (আইসিসি)। বিশ্বকাপের পর কোচের জন্য বিজ্ঞাপন দিয়েছিল বিসিসিআই। সেই সময়ও ভারতীয় কোচের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন গাঙ্গুলি। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে ভারতের কোচ হতে চান।

শাস্ত্রীর অধীনে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছে বিরাট কোহলিরা। টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ জয় শেষে টেস্ট সিরিজেও ভালো অবস্থানে আছে ভারত। সিরিজ চলাকালীন এক সাক্ষাৎকারে ভারতের কোচ হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন গাঙ্গুলি।
‘ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করতে চাই, তা আগেই বলেছিলাম। বিরাট কোহলি ম্যাচ উইনার, চ্যাম্পিয়ন ক্রিকেটার। কোহলির সঙ্গে কাজ করতে আমার ভালোই লাগবে।’ একটি সাক্ষাৎকারে বলেছেন গাঙ্গুলি।
সাবেক এই অধিনায়কের নেতৃত্বেই ভারতীয় দলে পরিবর্তনের হাওয়া লাগে। দেশের বাইরেও জয়ের স্বাদ পেতে শুরু করে দলটি। জাতীয় দলের কোচ হলে ভারতের সাবেক অধিনায়ক সেই বিশ্বাসের জন্ম দিতে পারবেন কোহলিদের সাজঘরে, এমনটাই বিশ্বাস ক্রিকেট বিশেষজ্ঞদের। গাঙ্গুলি বলেছেন, ‘বড় টুর্নামেন্টে দলকে জেতানোর অবদান রাখতে পারলে ভালোই লাগবে।’