লেন-দেনের বিতর্ক সমাধান করেছে সিলেট সিক্সার্স

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিলের সঙ্গে আর্থিক লেন-দেনের বিতর্ক সমাধান করেছে সিলেট সিক্সার্স। বিপিএলের চার বছরের নতুন সাইকেলে যোগ দেয়ার জন্য প্রস্তুত হচ্ছে ফ্র্যাঞ্জাইজিটি। এমনটাই জানিয়েছেন সিলেট সিক্সার্সের প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ।
বিপিএলে অংশ নেয়া অনিশ্চিত ছিল সিলেটের। কারণ টুর্নামেন্টে অংশগ্রহণ ফি'র ৭০ শতাংশই বকেয়া ছিল ফ্র্যাঞ্জাইজিটির। যদিও লেন-দেনের সব ধরনের প্রক্রিয়া সমাধান হয়েছে বলে জানিয়েছেন সিলেটের প্রধান নির্বাহী।

নতুন সাইকেল শুরুর আগে বিপিএলের দলগুলোর সঙ্গে আলোচনা করছে গভর্নিং কাউন্সিল। শেষ ফ্র্যাঞ্জাইজি হিসেবে শনিবার সিলেট সিক্সার্সের সঙ্গে মিটিং করেছে তারা।
মিটিং শেষে ইয়াসির ওবায়েদ বলেছেন, ‘যা যা ছিল সবকিছু নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং এগুলো (লেন-দেন) সমাধান হয়েছে। আমাদের মূল আলাপ-আলোচনা বিসিবির সঙ্গেও ছিল। আগামী চার বছরের যা সাজেশন আছে বা কীভাবে এটিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তারা সব দলের মতামত নিচ্ছে, আমাদেরটাও নিয়েছে।’
ফ্র্যাঞ্জাইজিগুলোর সঙ্গে আলাদা করে মিটিং করে নতুন সাইকেল সম্পর্কে আলোচনা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বাকি সবার মতো নিজেদের পরামর্শও দিয়েছে সিলেট।
এ প্রসঙ্গে ইয়াসির বলেছেন, ‘আমরা মূলত আমাদের কিছু পর্যবেক্ষণ জানিয়েছি। মাঠের ব্যাপারে, রেভিনিউর ব্যাপারে কথা বলেছি। আসলে অনেকগুলো দলই হয়তো রেভিনিউর ব্যাপারে আলাপ করেছে অনেকভাবে। একটি লিখিত বিবৃতি বিসিবির কাছে পেশ করবো আমাদের প্রস্তাবসহ। শুধু রেভিনিউ না, সরাসরি চুক্তি, এরপর খেলোয়াড় ধরে রাখা, এবার কীভাবে হবে আবার অন্য বছরগুলোতে কীভাবে করে হবে। মূলত আমরা চাই ধারাবাহিকতা।’
‘বিপিএলের একটা স্থায়ী মডেল চাই। কারণ দলগুলো চালানোর জন্য সবাই অনেক অর্থ ব্যয় করে। চার বছরের জন্য একটি দল চালানো বেশ কঠিন। তবে আমরা সবাই একসঙ্গে কাজ করছি পুরো টুর্নামেন্টটিকে সফল করার জন্য, যেটি বিগত দিনে হয়ে এসেছে। এফটিপি অনুসারে ২০২৩ সাল পর্যন্ত নির্দিষ্ট সময় সূচি প্রয়োজন। বিসিবি হয়তো আমাদের এটাও জানাতে পারবে যে আগামী বছরগুলোতে টুর্নামেন্টটি কোন সময় হবে। কারণ বিশ্বের অন্যান্য টুর্নামেন্টের সঙ্গে মিলে গেলে আমাদের জন্য পরিকল্পনা করাও অনেক কঠিন হয়ে যায় এবং ভালো খেলোয়াড় পাওয়া যায় না।’ যোগ করেন সিলেটের প্রধান নির্বাহী।