কোহলিতে নিজেকে দেখেন ভিভ রিচার্ডস!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির মাঝে নিজের প্রতিচ্ছবি দেখতে পান কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডস। দল নিয়ে তাঁর মতো কোহলিও বেশ আবেগি, মনে করেন ওয়েস্ট ইন্ডিজ সাবেক এই অধিনায়ক।
মাঠে সব সময়ই মনযোগী থাকেন কোহলি। মাঝে মধ্যে দলের ক্রিকেটারদের সঙ্গে ক্ষিপ্ত আচরণ করতে দেখা যায় তাঁকে। দলের প্রয়োজনে এমন আচরণ অধিনায়ক হিসেবে মানানসই। যে আচরণ নিজেও করতেন বলে স্বীকার করেছেন রিচার্ডস। এখানেই কোহলির মাঝে নিজেকে খুঁজে পান এই কিংবদন্তি।

কোহলির সঙ্গে নিজের সাদৃশ্য নিয়ে রিচার্ডস বলেন, 'বিরাটকে আমি অত্যন্ত সম্মান করি। আমাদের দু'জনের অনেক মিল আছে। দু’জনেই দলকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে প্রচন্ড আবেগপ্রবণ। শুধু নেতৃত্ব নয়, অনেক ছোটখাটো ব্যাপারেই আমার আবেগটা বিরাটের মধ্যে দেখেছি।'
'যে জিনিসটা ঠিক বলে মনে করে, তার জন্য লড়াই করে যায়। মাঝে মাঝে আমরা সবাই একটু আধটু উত্তেজিত হয়ে পড়ি। যে কারণে কখনও কখনও নিজের দলের ক্রিকেটারকেও বকাঝকা করতে হয়।'
তিনি আরও যোগ করেন, 'আমার বিরুদ্ধে একটা কথা উঠত। আমি নাকি ছেলেদের সঙ্গে খুব কড়া আচরণ করতাম। এই তো সে দিন বিরাটকেও দেখলাম একই কাজ করছে ওর ক্রিকেটারদের সঙ্গে। দেখে মনে হল, আরে...আমিও তো একই কাজ করতাম!'
'পরে আমাদের খারাপ লেগেছে। তবে আমি নিশ্চিত ছেলেরা বুঝতে পারে, যে নিতান্ত প্রয়োজন না হলে কোনও অধিনায়ক এমন কিছু করবে না যা তাকেও অস্বস্তিতে ফেলবে।'
দলকে জেতানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেন ভিভ রিচার্ডস, যেটা কোহলির মধ্যেই দেখা যায়। 'অধিনায়ক হিসেবে আমি কখনওই ছেলেদের এমন কিছু করতে বলিনি, যেটা আমি নিজে করতাম না। আমার মনে হয়, বিরাটও এই একই কাজটা করে,' ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন ভিভ রিচার্ডস।