promotional_ad

জয় দিয়ে প্রস্তুতি শুরু সালমা-জাহানারাদের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে যোগ দেয়ার আগে নেদারল্যান্ডে নিজেদের বেশ ভালোভাবেই ঝালাই করে নিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাইপর্বের মিশনে মাঠে নামার আগে থাইল্যান্ড এবং স্বাগতিক নেদারল্যান্ডের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে জাহানারা, সালমারা।


ইতোমধ্যে ২১ আগস্ট (বুধবার) থাইল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছে নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা। থাইল্যান্ডকে ছয় উইকেটের ব্যবধানে হারিয়েছে সালমা বাহিনী। 


থাইল্যান্ডের দেয়া ৬৯ রানের লক্ষ্য তিন বল হাতে থাকতেই পৌঁছে গেছে বাংলাদেশ। আয়েশা রহমান এবং ফারজানা হকের ব্যাটিংয়ে সহজ জয় তুলে নিয়েছে তারা। দুইজনেই ২২ রান করে সংগ্রহ করেছেন।



promotional_ad

এছাড়া নিগার সুলতানা ১১ রানে এবং রিতু মনি ৫ রানে অপরাজিত ছিলেন। মুর্শিদা খাতুন হ্যাপি ৬ এবং ময়না খেলেছেন ২ রানের ইনিংস। থাইল্যান্ডের হয়ে তিন বোলার একটি করে উইকেট পেয়েছেন। ৮ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন সমনারিন টিপ্পচ। এছাড়া রাতানাপর্ন পাদুংলার্ড ১১ রানে এক উইকেট এবং অন্নিচা কামচম্পু ১৪ রানে এক উইকেট নিয়েছেন।


এ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় থাইল্যান্ড। নির্ধারিত ২০ ওভার খেলেছে দলটি। পাঁচ উইকেটের বিনিময়ে ৬৮ রান সংগ্রহ করেছে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেছেন ওপেনার নান্নাপাত কোনচারোয়েনকা। এছাড়া ২০ রানের ইনিংস খেলেছেন নাট্টায়া বুচাথাম।


বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন সালমা খাতুন। মাত্র ৬ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন জাহানারা আলম এবং নাহিদা আক্তার।


টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে যোগ দেয়ার আগে নিজেদের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ড সফরে গিয়েছে সালমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। 



সংক্ষিপ্ত স্কোরঃ


থাইল্যান্ড নারী দলঃ ৬৮/৫ (২০ ওভার) (কোনচারোয়েনকা ৩০, বুচাথাম ২০; সালমা ২/৬, নাহিদা ১/৬)


বাংলাদেশ নারী দলঃ ৬৯/৪ (১৯.৩ ওভার) (আয়েশা ২২, ফারজানা ২২; টিপ্পচ ১/৮, পাদুংলার্ড ১/১১)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball