ভাষা সমস্যা দূর করতে ল্যাঙ্গেভেল্টের পরিকল্পনা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিদেশি কোচের সঙ্গে ভাষার সমস্যা বাংলাদেশের ক্রিকেটারদের কাছে নতুন কোনো প্রতিবন্ধকতা নয়। এ কারণে নিজেদের সমস্যা বোঝানো কিংবা কোচের পরামর্শ মতো কাজ করা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে। ভাষাগত কারণে কোচরা নিজেদের অভিজ্ঞতা কাজে লাগাতেও ব্যর্থ হচ্ছেন। এই সমস্যাই সবার আগে দূর করতে চান বাংলাদেশের নতুন বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট।
এর জন্য দলের প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে আলাদাভাবে কাজ করতে চান দক্ষিণ আফ্রিকান এই কোচ। বাংলাদেশের সঙ্গে যোগ দেয়ার আগে আফগানিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন ল্যাঙ্গেভেল্ট।

সেখানেও একই সমস্যায় পড়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে ভাষার দূরত্ব কমাতে পারবেন বলে বিশ্বাস করেন ল্যাঙ্গেভেল্ট।
ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক স্থাপন নিয়ে নিজের পরিকল্পনা জানিয়েছেন ল্যাঙ্গেভেল্ট। তাঁর ভাষায়, ‘আফগানিস্তানেও ভাষা বড় সমস্যা ছিল। আমার মনে হয় যদি প্রত্যেকের সঙ্গে যদি আলাদা করে কাজ করা হয়, তাহলে সবাই খোলা মনে কথা বলবে। এমন অভিজ্ঞতা আমার আফগানি??্তানে হয়েছে, যেখানে সবাই না বুঝেই সহমত প্রকাশ করত। আমি জানি কিভাবে এর সাথে মানাতে হবে।’
বিশেষ করে দলের পেসারদের সঙ্গে বোলিং কোচের ভালো সম্পর্ক থাকা জরুরী বলে মনে করেন ল্যাঙ্গেভেল্ট। তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে যে কোনো কিছু করতে রাজি প্রোটিয়া এই কোচ।
‘আমি প্রতিটা খেলোয়াড়ের সঙ্গে আলাদাভাবে কাজ করতে চাই। দ্রুত কথা বলা যাবে না, ধীরে সুস্থে কথা বলে সে কী বলতে চায় সেটা শুনতে হবে। ফাস্ট বোলারের সঙ্গে সম্পর্ক তৈরি করা খুব জরুরী। পরিবার নিয়ে কথা বলে যদি তাদের স্বাভাবিক করতে হয়, সেটাই করব। এরপরও সমস্যা হলে দোভাষীর সাহায্য নেয়া যাবে।’ বলেন ল্যাঙ্গেভেল্ট।