ডমিঙ্গোর চোখে বাংলাদেশ-দ. আফ্রিকা আলাদা নয়

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নতুন প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর দৃষ্টিতে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা আলাদা নয়। প্রত্যাশার চাপ দক্ষিণ আফ্রিকায় যেমন বাংলাদেশেও সে রকম, এমনই মনে করছেন প্রোটিয়া এই কোচ।
২০১৭ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন ডমিঙ্গো। প্রত্যাশার চাপ সম্পর্কে ভালোই অবগত তিনি।

বাংলাদেশে এসে নিজের প্রথম সংবাদ সম্মেলনে বুধবার (২১ আগস্ট) ডমিঙ্গো বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা যখন খেলে অনেক প্রত্যাশা থাকে, সমর্থকরা চায় সবাইকে পরাজিত করুক দক্ষিণ আফ্রিকা। এটা বাংলাদেশের ক্ষেত্রেও ভিন্ন নয়। আমি এই প্রত্যাশা এবং চাপের সঙ্গে অভ্যস্ত।
তাই আমি সামনের দিকে চেয়ে আছি। দুই বছরের বেশি সময় ধরে কোনো দলের সঙ্গে নেই। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সঙ্গে ছিলাম এবং এখন আবার দায়িত্ব শুরু করতে আমি রোমাঞ্চিত। ক্রিকেট নিয়ে অনেকের সঙ্গে কাজ করা, দল নির্বাচন, পরিকল্পনা সাজানো। এটা আমার জন্য ভালো হয়েছে, দুই বছর এগুলো থেকে দূরে ছিলাম।’
কোচ হিসেবে দলকে জয় এনে দেয়ার ক্ষুধা উপভোগ করেন ডমিঙ্গো। তাঁর মতে, ক্রিকেটের এই প্রত্যাশাই দায়িত্বকে উপভোগ্য করে তোলে।
‘যদিও কোচ হিসেবে আপনি চাপে থাকবেন এবং সেটা উপভোগও করবেন। এটা বিষয় না আপনি কোন দলের সঙ্গে কাজ করছেন। সব জায়গায়ই জেতার জন্য চাপ থাকে। চাপের কারণেই এই কাজ বেছে নেয়া। কারণ যদি আপনি জানেন যে প্রতিটি ম্যাচই জিতবেন, তাহলে এটা হবে পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর কাজ। এই কাজের সবচেয়ে উপভোগ্য দিক হচ্ছে জয়ের জন্য চাপে থাকা।’ বলেছেন তিনি।