মাহমুদউল্লাহ-সাইফউদ্দিন এখন অনেকটাই সুস্থঃ ভিল্লাভারায়েন
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মাহমুদউল্লাহ রিয়াদ এবং মোহাম্মদ সাইফউদ্দিনের ফিটনেস ইস্যুতে ইতিবাচক কথা শুনিয়েছেন বাংলাদেশ দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েন। দুজনই চোট কাটিয়ে অনেকখানি সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন তিনি।
কাঁধের চোটের কারণে অনেকদিন বোলিং থেকে নিজেকে সরিয়ে রাখা মাহমুদউল্লাহ বোলিংয়ে ফিরেছেন। স্বাভাবিক ভাবেই বোলিং করছেন বলে জানিয়েছেন মারিয়ো।

এ প্রসঙ্গে ভিল্লাভারায়েন বলেন, ‘তারা এখন অনেকটাই সুস্থ। ফিটনেস লেভেলও ভালো। তবে তাদের নিয়ে আরও একটু কাজ করার দরকার আছে।’
এদিকে নিজের ইনজুরি ইস্যুতে মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, 'আল্লাহর রহমতে আমার কাফ মাসলে যে ব্যাথাটা ছিল সেটা অনেক কম। এখন শতভাগ ফিট আমি। গতকাল টেপিং, রানিং করলাম।
কাঁধের রেঞ্জ আগের চেয়ে অনেক ভালো। ফিজিও বায়েজিদ ভাই এবং ডাক্তার দেবাশিষদা পরীক্ষা করলেন। আমার সেই হিসেবে রেঞ্জ আল্লাহর রহমতে অনেক বেশি ভালো। ইনশাল্লাহ, আমি চেষ্টা করবো। আজকে থেকে বোলিংও শুরু করবো।'