promotional_ad

এক ম্যাচে দুই কীর্তি গেইলের

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||   


প্রথম ক্যারিবিয়ান ক্রিকেটার হিসেবে ৩০০ ওয়ানডে খেলার গৌরব অর্জন করেছেন ওপেনার ক্রিস গেইল। ভারতের বিপক্ষে পোর্ট অফ স্পেনে আয়োজিত দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেই এই মাইলফলক স্পর্শ করেন তিনি।


একই সঙ্গে কিংবদন্তী ব্যাটসম্যান ব্রায়ান লারাকে টপকে যাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ২১তম ব্যাটসম্যান হিসেবে ৩০০ ওয়ানডে খেলার কীর্তি গড়েন গেইল। এই ম্যাচের আগে লারা এবং গেইলের ম্যাচ সংখ্যা ছিল সমান ২৯৯টি।   



promotional_ad

এদিকে নিজের ৩০০তম ওয়ানডেতে আরেকটি দারুণ রেকর্ডে নাম লেখান ক্যারিবিয়ান এই তারকা ব্যাটসম্যান। দেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রান এখন গেইলের। ভারতের বিপক্ষে খেলার আগে  শীর্ষে ওঠার জন্য মাত্র ৭ রান প্রয়োজন ছিল তাঁর।


১১ রান করে সেই রেকর্ডটি নিজের করে নেন তিনি। এখানেও তিনি ছাড়িয়ে গেছেন ব্রায়ান লারাকে। ২৯৯ ওয়ানডেতে ১০ হাজার ৩৪৮ রান নিয়ে এর আগে শীর্ষে ছিলেন লারা। আর বর্তমানে গেইলের সংগ্রহ ৩০০ ম্যাচে ১০ হাজার ৩৫৩ রান। 


সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার তৃতীয়তে আছেন আরেক ব্যাটিং কিংবদন্তী শিবনারায়ন চন্দরপল। ২৬৮ ম্যাচে ৮ হাজার ৭৭৮ রান সংগ্রহ করেন তিনি। এছাড়াও চতুর্থ এবং পঞ্চমে অবস্থান যথাক্রমে ডেসমন্ড হেইন্স ও স্যার ভিভিয়ান রিচার্ডস। ২৩৮ ওয়ানডেতে ৮ হাজার ৬৪৮ রান করেন হেইন্স। যেখানে রিচার্ডসের সংগ্রহ ১৮৭ ম্যাচে ৬ হাজার ৭২১ রান। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball