আশাহত নন বাটলার

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||  


অস্ট্রেলিয়ার বিপক্ষে  অ্যা শেজ সিরিজের প্রথম টেস্টে ২৫১ রানে পরাজিত হলেও আশাহত হচ্ছেন না ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। তাঁর বিশ্বাস ১৪ আগস্ট লর্ডস টেস্টে আবারো ঘুরে দাঁড়াবে দল। 


রোরি বার্নস, জেসর রয়, জো রুট, বেন স্টোকসদের নিয়ে সাজানো দলটির প্রতি পূর্ণ আস্থা রাখছেন বাটলার। তাঁর মতে একটি ম্যাচ হারাই শেষ কথা নয়। নিজেদের সামর্থ্য প্রমাণ করতে মুখিয়ে আছে ইংল্যান্ড বলেও বিশ্বাস করেন তিনি। 


promotional_ad

বাটলার বলেন, 'আপনি যদি দীর্ঘ সময়ের জন্য যথেষ্ট ভালো না খেলেন তাহলে ম্যাচ জিততে পারবেন না। তবে আমাদের অসাধারণ একটি দল রয়েছে, এখানে পরিবর্তনের কিছু নেই আসলে। আমরা ম্যাচ হেরেছি, তবে এখানে আমরা এসেছি প্রচুর রোমাঞ্চ এবং বিশ্বাস নিয়ে যে আমরা যথেষ্ট ভালো দল টেস্টটি জেতার জন্য। '


১-০ তে পিছিয়ে পড়া ইংল্যান্ডের সামনে এখনও যথেষ্ট সুযোগ রয়েছে অ্যাশেজ জেতার। কারণ হাতে রয়েছে আরো চারটি ম্যাচ। তাই আত্মবিশ্বাস ধরে রেখে বাটলার বলেন,    'আমরা ১-০ তে পিছিয়ে আছি, তবে এখনও চারটি ম্যাচ রয়েছে সিরিজে। টেস্ট ক্রিকেট বেশ কঠিন- আর আপনি বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলছেন।' 


এদিকে কাফ ইনজুরির কারণে অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে পড়েছেন ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি জেমস অ্যান্ডারসন। তাঁর ছিটকে পড়াটা দলের জন্য অনেক বড় ক্ষতির কারণ হিসেবে দেখছেন বাটলার। তাঁর ভাষায়, 'জেমস অ্যান্ডারসনের মতো একজন খেলোয়াড়কে আপনি যখন হারাবেন তখন সেটা অনেক বড় ব্যাপার দলের জন্য, তাই নয় কি?' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball