আশা করছি আমরাও এবার চ্যাম্পিয়ন হবঃ সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরে রংপুর রাইডার্সকে শিরোপা জেতানোর ব্যাপারে আশাবাদী অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার রংপুরের সঙ্গে চুক্তি স্বাক্ষরের সময় এমনটা জানিয়েছেন তিনি।
বিপিএলে একবার শিরোপা জিতেছে রংপুর। ২০১৭ সালে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে সেবার শিরোপা ঘরে তুলেছিল তারা।
চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (ফুটবলের) শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরা কিংস। ফুটবলের মত ক্রিকেটেও বসুন্ধরা গ্রুপকে শিরোপা জেতাতে চান সাকিব।

তিনি বলেন, ‘আমি দেখেছি। আমার একটা বন্ধু সেখানে খেলেছে। ফুটবলে ওরা চ্যাম্পিয়ন হয়েছে, আশা করছি আমরাও এবার চ্যাম্পিয়ন হব।’
শেন ওয়াটসন-ইয়ন মরগানদের মতো তারকারা আসন্ন বিপিএলে অংশ নিতে যাচ্ছেন। এর আগের বিপিএলে খেলেছেন ডেভিড ওয়ার্নার-স্টিভ স্মিথদের মতো তারকা ক্রিকেটার। এ ছাড়া ক্রিস গেইল-শহীদ আফ্রিদিরা তো বিপিএলের পরিচিত মুখই।
বিপিএলে বড় তারকাদের অংশগ্রহণ বাংলাদেশের ক্রিকেটে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সাকিব। এ জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
সাকিব আরও বলেন, 'আমি তো চাই হাইপ বাড়ুক। কারণ এটা আমাদের দেশের ক্রিকেটে ভূমিকা রাখবে। এখন সবাই বিপিএলের জন্য আগ্রহ প্রকাশ করে।
যেটা কয়েকবছর আগেও ছিল না। বিসিবির প্রতি কৃতজ্ঞ যে তারা বড় বড় প্লেয়ারদের বিপিএলে নিয়ে আসছে।'