ব্রাভো-নবীরা খেলবেন সাকিবের দলে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর মাতাতে আসছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো এবং আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। বিপিএলের আগামী মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন এ দুজন।
বুধবার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে রংপুর। এরপর ব্রাভো-নবীর সঙ্গে চুক্তির বিষয়টিও নিশ্চিত করে রাইডার্সের প্রধাণ নির্বাহী ইশতিয়াক সাদিক।

বিপিএলের নিয়ম অনুযায়ী ড্রাফটের বাইরে থেকে যেকোনো দুইজন বিদেশি খেলোয়াড়কে দলে ভেড়াতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই হিসেবেই এই দুজনকে বেছে নিয়েছে রংপুর।
মোহাম্মদ নবী এর আগেও বিপিএল খেলেছেন। চিটাগাং ভাইকিংস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোও বিপিএলে খেলেছেন। ঢাকা ডাইনামাইটস, চিটাগাং কিংস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন এই অলরাউন্ডার।
নবী-ব্রাভো ছাড়াও বিপিএলে ইতোমধ্যে আরও বেশ কয়েকজন বড় তারকা নাম লিখিয়েছেন। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগানের সঙ্গে চুক্তি করেছে ঢাকা ডাইনামাইটস এবং অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনকে দলে নিয়েছে খুলনা টাইটান্স।
চলতি বছরের ডিসেম্বরে বসবে বিপিএলের সপ্তম আসর। ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। ৬ তারিখ উদ্বোধনী ম্যাচ দিয়ে পর্দা উঠবে সপ্তম আসরের।