হায়দরাবাদের রসায়ন রংপুরেও চান সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আইপিএলের পর আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টম মুডির সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন সাকিব আল হাসান। সানরাইজার্স হায়দরাবাদের পর এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সে জুটি বেঁধেছেন এই গুরু-শিষ্য।
মুডির সঙ্গে ২০১৬ সাল থেকে হায়দরাবাদে কাজ করে আসছেন সাকিব। সেই অভিজ্ঞতাই আসন্ন বিপিএলে কাজে লাগাতে চান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। এই দুজনের রসায়ন আসন্ন বিপিএলে দলকে সফলতা এনে দেবে বলে আশাবাদী এই সাকিব।

ঢাকা ডাইনামাইটস ছেড়ে বুধবার (৩১ জুলাই) রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব। এর আগে ২০১৫ সালে রংপুরের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। যদিও সেবার দলকে শিরোপা জেতাতে পারেননি তিনি।
দ্বিতীয় দফায় রংপুরকে ভালো কিছু উপহার দিতে চান সাকিব। দলের সকল ক্রিকেটারের কাছ থেকে তাদের সেরাটা বের করে আনার চেষ্টা করবেন এই তিনি।
চুক্তি স্বাক্ষরের সময় সাকিব বলেন, ‘টম মুডি আছে, আমরা একসঙ্গে হায়দরাবাদে কাজ করেছি। বেশিরভাগ দায়িত্ব সে পালন করবে। আমার দায়িত্ব থাকবে বাকিদের থেকে কীভাবে সেরাটা বের করে আনা যায়, সেটা চেষ্টা করা। অধিনায়ক হিসেবে সেই দায়িত্ব আমি আগেও পালন করে এসেছি। সবার সঙ্গে পরিচয়ও আছে, তাই খুব একটা সমস্যা হবে বলে মনে হবে না।’
২০১৬ বিপিএল থেকে ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলে আসছিলেন সাকিব আল হাসান। তাঁর নেতৃত্বে ২০১৬ বিপিএলের শিরোপা জিতেছিল ফ্র্যাঞ্চাইজিটি। গেল দুই আসরেও ঢাকাকে ফাইনালে নিয়ে গিয়েছেন সাকিব।
২০১৭ সালে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জেতে রংপুর রাইডার্স। সে বছর দলটির অধিনায়ক হিসেবে ছিলেন মাশরাফি বিন মুর্তজা। তবে সর্বশেষ আসরে রংপুরকে শ্রেষ্ঠত্বের মুকুট এনে দিতে পারেননি তিনি।