মুমিনুলদের ফাইনালের স্বপ্ন ভঙ্গ

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ফাইনালের স্বপ্ন ভেঙে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের। ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংঘের বিপক্ষে হেরে ভারতে চলমান ড. (ক্যাপ্টেন) থিম্মাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে মুমিনুল হকের দল। টুর্নামেন্টের সেমিফাইনালে ছত্তিশগড়ের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বিসিবি একাদশ।
ছত্তিশগড়কে ২২৮ রানের লক্ষ্য দেয় মুমিনুলরা। চারদিনের এই ম্যাচের শেষ দিন দুই সেশন ব্যাটিং করেই লক্ষ্য তাড়া করে ফেলে ছত্তিশগড়। বিসিবি একাদশের বোলারদের কোনো সুযোগই দেননি ছত্তিশগড়ের ব্যাটসম্যানরা।
দুই ওপেনার ঋষভ তিওয়ারি এবং জীবনজিত সিংয়ের ৯৬ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় ছত্তিশগড়। মুমিনুল হক বোলিংয়ে এসে এই জুটি ভাঙেন। ৩৯ রান করা ঋষভকে ফেরান তিনি। এরপর নাজমুল হোসেন শান্ত ফেরান হাফ সেঞ্চুরি করা জীবনজিতকে।
তিনে নামা আভনিশকে ১৯ রানে ফেরান এবাদত হোসেন। সে সময় তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে থাকলেও পরবর্তীতে দলকে সহজ জয় এনে দেন চারে নামা আমানদ্বীপ। তিনি খেলেন ৮৬ রানের অপরাজিত ইনিংস। তাঁর সঙ্গে শশাঙ্ক ২৫ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন।
এর আগে প্রথম ইনিংসে লিড পাওয়া বিসিবি একাদশ দ্বিতীয় ইনিংসে এসে নিদারুণ ব্যর্থতার পরিচয় দেয়। মাত্র ১৫০ রানেই গুটিয়ে যায় মুমিনুল হকের ইনিংস।

প্রথম ইনিংসে বিসিবি একাদশ করে ৩৩৪ রান। ছত্তিশগড় নিজেদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ২৭৫ রান। ব্যাটসম্যানদের ধারাবাহিকতায় দ্বিতীয় ইনিংসে জয় পায় দলটি। আর তাতে স্বপ্ন শেষ হয়ে যায় টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা বিসিবি একাদশ।
সংক্ষিপ্ত স্কোরঃ
বিসিবি একাদশ প্রথম ইনিংসঃ ৩৩৪, অলআউট; ওভার- ১১১.৫
(সাইফ ৯২, ইয়াসির ৬২; বীরপ্রতাপ ৪/৯২, বিনি ৩/৫১)
ছত্তিশগড় প্রথম ইনিংসঃ ২৭৫, অলআউট; ওভার- ৭৭.৩
(ঋষভ ১০০, শশাঙ্ক ৮৫; আরিফুল ২/১৩, শান্ত ২/১৩)
বিসিবি একাদশ দ্বিতীয় ইনিংসঃ ১৫০, অলআউট; ওভার- ৬২.১
(আরিফুল ৬৩, সোহান ৩০; শুভাম ৪/৫১, পুনিত ৩/১৮)
ছত্তিশগড় দ্বিতীয় ইনিংসঃ ২৩১/৩, ওভার- ৫৩.৫
(আমানদ্বীপ ৮৬*, জীবনজিত ৫০; শান্ত ১/২৩, মুমিনুল ১/৪)