টসে হারলেন তামিম ইকবাল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হতে যাচ্ছে সফরকারী বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।

ইতোমধ্যে ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে।
এর আগে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পায়নি টাইগাররা। ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা।
আজকের ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মোসাদ্দেক হোসেনের জায়গায় একাদশে জায়গা হয়েছে এনামুল হক বিজয়ের আর মুস্তাফিজের জায়গায় দলে এসেছেন রুবেল হোসেন।