promotional_ad

বিপিএলে মাশরাফির নতুন ঠিকানা কোথায়?

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন না মাশরাফি বিন মুর্তজা। তাঁকে ছেড়ে দিয়েছে বিপিএলের ফ্র্যাঞ্জাইজিটি, বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে মাশরাফি নতুন ঠিকানা কোথায় হচ্ছে এখনো সেটা নিশ্চিত হয়নি।


বিপিএলের আসন্ন এই আসরে সামনে রেখে দলে রদবদল শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্জাইজিগুলো। যারই অংশ হিসেবে মাশরাফিকে ছেড়ে দেয় রংপুর। দেশসেরা এই অধিনায়ককে ছেড়ে দিয়ে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে ২০১৭ সালের বিপিএল চ্যাম্পিয়নরা।



promotional_ad

এ ছাড়া দলে পরিবর্তন এনেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটান্সও। বাঁহাতি ওপেনার তামিম ইকবাল খুলনায় চলে যাওয়ায় মুশফিকুর রহিমের সঙ্গে চুক্তি করেছে কুমিল্লা। বাকি দলগুলো এখন পর্যন্ত অপরিবর্তিত আছে।


যে কারণে মাশরাফির নতুন ঠিকানা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা। সাকিবকে ঢাকা ডায়নামাইটস ছেড়ে দেয়ায় সেখানে যাওয়ার সম্ভাবনা রয়েছে মাশরাফির।


বিপিএলের প্রথম দুই আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছিলেন মাশরাফি। সেই দুই আসরে তাঁর নেতৃত্বে বিপিএল চ্যাম্পিয়ন হয় ঢাকা। এরপর ২০১৫ সালে কুমিল্লায় যোগ দেন তিনি। গিয়েই কুমিল্লাকে শিরোপা এনে দেন তিনি।



দুই আসর কুমিল্লার হয়ে খেলেছেন ডানহাতি অভিজ্ঞ এই পেসার। এরপর ২০১৭ সালে রংপুরের হয়ে খেলেন মাশরাফি। অধিনায়কের দায়িত্ব পালন করে সেই আসরেই রংপুরকে প্রথমবারের মতো শিরোপা এনে দেন তিনি। ২০১৯ সালের বিপিএলে একই ফ্র্যাঞ্জাইজির হয়ে খেলেছেন মাশরাফি।


রংপুর ছেড়ে দেয়ায় নিশ্চিতভাবে বলা যায় এবার বিপিএলে নতুন ঠিকানায় খেলতে যাচ্ছেন মাশরাফি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball