সাকিবের নতুন ঠিকানা রংপুর রাইডার্স

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সের এক বিশ্বস্ত সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।
সাকিবকে দলে নেয়ায় আইকন মাশরাফি বিন মুর্তজাকে ছেড়ে দিয়েছে ২০১৭ সালের বিপিএল চ্যাম্পিয়নরা। তবে রংপুর ছেড়ে মাশরাফির নতুন ঠিকানা কোথায় হচ্ছে সেটা এখনও জানা যায়নি।

২০১৬ সালের বিপিএল থেকে ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলে যাচ্ছিলেন সাকিব আল হাসান। সে বছর তাঁর অধীনে শিরোপা জিতেছিল ফ্র্যাঞ্চাইজিটি। গেল দুই আসরেও ঢাকাকে ফাইনালে নিয়ে গিয়েছেন সাকিব।
টানা তিন বছর ডাইনামাইটসদের হয়ে খেলার পর এবার রংপুরে যোগ দিলেন সাকিব। এর আগে ২০১৫ সালের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
২০১৭ সালের বাংলাদেশ প্রিমিয়ার লীগে বিপিএলের প্রথম শিরোপা জিতেছিল রংপুর রাইডার্স। সে বছর দলটির অধিনায়ক হিসেবে ছিলেন মাশরাফি বিন মুর্তজা। তবে গেল আসরে রংপুরকে শিরোপা জেতাতে পারেননি তিনি।
এছাড়া আসন্ন বিপিএল মৌসুমের জন্য চিটাগাং ভাইকিংস ছেড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আর কুমিল্লা ছেড়ে খুলনা টাইটান্সে যোগ দিয়েছেন তামিম ইকবাল।