promotional_ad

আম্পায়ারদের এলিট প্যানেলে নতুন দুই সদস্য

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে জায়গা পেয়েছেন মাইকেল গফ এবং জোয়েল উইলসন। চার সদস্যের কমিটি গঠন করে এই দুইজনকে নির্বাচন করেছে আইসিসি। যেখানে ছিলেন আইসিসির জেনারেল ম্যানেজার জেফ অ্যালারডাইস, ভারতীয় সাবেক ক্রিকেটার এবং বর্তমান ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার, এলিট প্যানেলে থাকা ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে ও ডেভিড বুন।


বিশ্বকাপ চলাকালে আম্পায়ারিং থেকে অবসর নিয়েছেন ইয়ান গোল্ড। এ ছাড়ার এলিট প্যানেলে জায়গা হারিয়েছেন ভারতের সুন্দরম রবি। এই দুজনের পরিবর্তে ২০১৯-২০ মৌসুমের জন্য গফ এবং উইলসনকে এলিট প্যানেলে জায়গা দিয়েছে আইসিসি।



promotional_ad

আন্তর্জাতিক ক্রিকেটে বেশ অভিজ্ঞ গফ এবং উইলসন। ৯ টেস্ট, ৫৯ ওয়ানডে এবং ১৪ টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেছেন ইংল্যান্ডের গফ। ওয়েস্ট ইন্ডিজের উইলসন আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন ১৩ টেস্ট, ৬৩ ওয়ানডে এবং ২৬ টি-টোয়েন্টিতে।


এবারও আইসিসির এলিট প্যানেলে জায়গা হয়নি বাংলাদেশি কোনো আম্পায়ারের। তবে শরফুদ্দৌলা ইবনে শহীদ, মাসুদুর রহমান, গাজী সোহেল ও তানভীর আহমেদ; এই চারজন আছেন আইসিসির আন্তর্জাতিক প্যানেলে।


আম্পায়ারদের এলিট প্যানেলে পরিবর্তন এলেও ম্যাচ রেফারিদের এলিট প্যানেলে কোনো পরিবর্তন আসেনি।



ম্যাচ রেফারি: ডেভিড বুন, ক্রিস ব্রড, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ডি পাইক্রফট, রিচি রিচার্ডসন, জাভাগাল শ্রীনাথ।


আম্পায়ার: আলিম দার, কুমার ধর্মসেনা, মারাইস ইরাসমাস, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবরো, নাইজেল লং, ব্রুস অক্সেনফোর্ড, পল রাইফেল, রড টাকার, জোয়েল উইলসন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball