মুমিনুলদের ফাইনাল ভাগ্য বোলারদের হাতে

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতে অনুষ্ঠিত ড. (ক্যাপ্টেন) থিম্মাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টের সেমিফাইনালের শেষ দিনে বোলারদের দিকে চেয়ে থাকতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশকে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতা বোলারদের ওপর চাপ বাড়িয়ে দিয়েছে।
ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংঘকে ২২৮ রানের লক্ষ্য দিয়েছে মুমিনুল হকের দল। টুর্নামেন্টের ফাইনালে জায়গা পেতে হলে আগামীকাল (৩১ জুলাই) এই রানের মধ্যেই প্রতিপক্ষকে বেঁধে ফেলতে হবে এবাদত হোসেন-কামরুল ইসলাম রাব্বিদের।
দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন সাইফ হাসান-মুমিনুল হকরা। মাত্র ১৫০ রানেই অলআউট হয়েছেন তাঁরা। দিনের প্রথম সেশনে প্রতিপক্ষকে অলআউট করে ব্যাটিং শুরু করে বিসিবি একাদশ। কিন্তু তৃতীয় দিনের শেষ দুই সেশন খেলতেই সবকটি উইকেট হারান মুমিনুলরা।
মাত্র একজন ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করতে পেরেছেন বিসিবি একাদশের দ্বিতীয় ইনিংসে। পঞ্চাশোর্ধ এই ইনিংসটি এসেছে আরিফুল হকের ব্যাট থেকে। ১৪৫ বলে ৬৩ রান করেন তিনি। এ ছাড়া ৩০ রানের ইনিংস খেলেন উইকেটরক্ষট ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
আর কেউ ত্রিশের ঘরেও যেতে পারেননি। ছত্তিশগড়ের বোলার শুভম আগারওয়াল দুর্দান্ত বোলিং করে ৫১ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন। মাত্র ১৮ রান খরচায় ৩ উইকেট পান পুনিত দত্ত।

নিজেদের প্রথম ইনিংসে ওপেনার ঋষভ তিওয়ারির সেঞ্চুরিতে ২৫৭ রান সংগ্রহ করে ছত্তিশগড়। ঋষভকে দারুণ সঙ্গে দিয়েছেন পাঁচে নামা শশাঙ্ক। ৮৫ রানের ইনিংস খেলেছেন তিনি। এ ছাড়া ৪৭ রানের ইনিংস খেলেছেন জীবনজত সিং।
বিসিবি একাদশের হয়ে দুটি করে উইকেট নেন সাইফ হাসান, আরিফুল হক এবং নাজমুল হোসেন শান্ত। একটি করে উইকেট পান এবাদত হোসেন এবং সানজামুল ইসলাম।
প্রথম ইনিংসে বিসিবি একাদশের সংগ্রহ ছিল ৩৩৪ রান। সাইফ হাসান, ইয়াসির রাব্বি, জহুরুল ইসলাম এবং মুমিনুলের হকের দারুণ ব্যাটিংয়ে এই রান পায় বিসিবি একাদশ। দলের হয়ে সর্বোচ্চ ৯২ রানের ইনিংসটি খেলেন সাইফ। ইয়াসির ৬২, জহুরুল ৬০ এবং অধিনায়ক মুমিনুল খেলেছেন ৪৯ রানের ইনিংস।
ছত্তিশগড়ের বোলার বীরপ্রতাপ সিং একাই ৪ উইকেট নেন। এ ছাড়া বিনি স্যামুয়েল ৩টি এবং শশাঙ্ক ২টি উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
বিসিবি একাদশ প্রথম ইনিংসঃ ৩৩৪, অলআউট; ওভার- ১১১.৫
(সাইফ ৯২, ইয়াসির ৬২; বীরপ্রতাপ ৪/৯২, বিনি ৩/৫১)
ছত্তিশগড় প্রথম ইনিংসঃ ২৭৫, অলআউট; ওভার- ৭৭.৩
(ঋষভ ১০০, শশাঙ্ক ৮৫; আরিফুল ২/১৩, শান্ত ২/১৩)
বিসিবি একাদশ দ্বিতীয় ইনিংসঃ ১৫০, অলআউট; ওভার- ৬২.১
(আরিফুল ৬৩, সোহান ৩০; শুভাম ৪/৫১, পুনিত ৩/১৮)