promotional_ad

বিপিএলে ফিরছে বরিশাল!

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবারো যোগ দিতে যাচ্ছে বরিশাল! বিষয়টি এখনো নিশ্চিতভাবে জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর বক্তব্যে বোঝা যায়, আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় বিপিএলে অংশ নিতে যাচ্ছে বরিশাল।


কারণ বিপিএলের সপ্তম আসরে আরও দুটি ফ্র্যাঞ্চাইজির জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন, চিটাগং ভাইকিংস এবারের আসরে দল গড়ছে না। চিটাগংয়ের ফ্র্যাঞ্চাইজিটি বিক্রি করে দিচ্ছে বোর্ড। এ ছাড়া আরেকটি দলের খোঁজে আছে বিসিবি।



promotional_ad

বাকি সব দলই অংশ নিচ্ছে এবারের বিপিএলে। হয়তো চিটাগংও নতুন মালিকানায় বিপিএল খেলবে। বিসিবি যে আরেকটি দল চাইছে, সেই দলটি হতে পারে বরিশাল। আর সেই সম্ভাবনাই বেশি। কারণ বিপিএলে ফ্র্যাঞ্চাইজি নেই ২০১৫ সালে বিভাগ হওয়া ময়মনসিংহের। এবার থাকতে পারে, এমন সম্ভাবনাও নেই। সেই হিসেবে একমাত্র ‘অপশন’ বরিশালই।  


নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘চিটাগং ভাইকিংসের ফ্র্যাঞ্চাইজি আমাদের অফিসিয়ালি জানিয়েছে, তারা এবার দল গড়বে না। চিটাগংয়ের ফ্র্যাঞ্চাইজিটি আমরা বিক্রি করবো। এ ছাড়া, আরেকটি দল যোগ করবো আমরা। এ কারণেই দুটি ফ্র্যাঞ্চাইজি চেয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।’


২০১৬ সালে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বিপিএল ফ্র্যাঞ্চাইজি বরিশাল বুলসের অন্যতম স্বত্বাধিকারী রিজওয়ান বিন ফারুককে ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করে বিসিবি। এরপর ২০১৭ এবং ২০১৯ বিপিএলে দল পায়নি বরিশাল। তবে নতুন মালিকায় এবার ফিরতে যাচ্ছে বরিশাল।



বিপিএলের প্রথম আসর (২০১২) থেকেই খেলে আসছে বরিশাল। প্রথম আসরে তাদের নাম ছিল বরিশাল বার্নার্স। ওই আসরের সেমিফাইনালিস্ট তারা। ২০১৫ সালে বরিশাল বুলস নামে অংশ নেয় দলটি। এই আসরে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে ফাইনালে ওঠে বরিশাল। কিন্তু বিপিএলের চতুর্থ আসরে মুশকিফুর রহিমের অধীনে সুবিধা করতে পারেনি দলটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball