আর নেই বাংলাদেশ দলের প্রথম অধিনায়ক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
পৃথিবীর মায়া ত্যাগ করেছেন বাংলাদেশ দলের প্রথম অধিনায়ক শামিম কবির। সোমবার (২৯ জুলাই) সকালে মারা যান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
পূর্ব পাকিস্তানের হয়ে শামিম কবিরের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ১৯৬১ সালে। খেলেছেন ৬০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলে পিআইএর বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ফিফটি করেছিলেন ১৯৬৪ সালে।

প্রথম শ্রেণির ক্রিকেটে শামীম কবিরের সর্বোচ্চ ইনিংস ছিল ৮৯ রানের। পূর্ব পাকিস্তান রেলওয়ের বিপক্ষে করেছিলেন পূর্ব পাকিস্তান সবুজ দলের হয়ে খেলা এই ক্রিকেটার।
ঢাকার ক্লাব ক্রিকেটে আজাদ বয়েজ ক্লাবের হয়ে খেলেছিলেন তিনি। শুধু খেলোয়াড় হিসেবেই তাঁর ক্রিকেট জীবন শেষ নয়। খেলোয়াড়ি জীবন শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্বও পালন করেছিলেন তিনি।।
১৯৮২ ও ১৯৮৬ সালের আইসিসি ট্রফিতে পালন করেন বাংলাদেশ দলের ম্যানেজার ছিলেন তিনি। ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে পেয়েছেন জাতীয় পুরস্কারও।
শামীম কবির নামে পরিচিতি পেলেও তাঁর আসল নাম আনোয়ারুল কবির। জন্ম ১৯৪৫ সালে, নরসিংদীর বনেদি জমিদার পরিবারে।