promotional_ad

ওই অবস্থায় ব্যাটিং করা আমার জন্য কষ্টকরঃ মুশফিক

ছবিঃ বিসিবি, রতন গোমেজ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ দলের সব থেকে নির্ভরযোগ্য ব্যাটসম্যান বলা হয়ে থাকে মুশফিকুর রহিমকে। দলের প্রয়োজনে যেকোনো সময় হাল ধরতে প্রস্তুত থাকেন এই উইকেটরক্ষক। যে দৃশ্য দেখা গিয়েছে চলমান শ্রীলঙ্কা সিরিজেও।


সিরিজের প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার মিছিলে বাংলাদেশ দলের হাল একাই ধরে রেখেছিলেন মুশফিক। ৯৮ রানের অপরজিত অসাধারণ ইনিংস খেলে দলকে ২৩০'র গন্ডি পার করতে সাহায্য করেছেন তিনি।



promotional_ad

শেষ পর্যন্ত অবশ্য তাঁর এই লড়াকু ইনিংসের মান রাখতে পারেননি দলের বোলাররা। ৭ উইকেটের হার নিয়ে সিরিজ হারের লজ্জায় ডুবতে হয়েছে তামিম ইকবালের দলকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ডানহাতি এই ব্যাটসম্যান জানিয়েছেন, 


এমন পরিস্থিতিতে তাঁর জন্য ব্যাটিং করা অনেক কষ্টকর হয়ে যায়। তবে দলের কেউই কখনও চায় না যে টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হোক এবং কাওকে এসে হাল ধরা লাগে। সামনের ম্যাচগুলোতে এই ভুল শুধরে ফেলার ব্যাপারে আশাবাদী মুশফিক।


তিনি বলেন, 'এমন পরিস্থিতিতে ব্যাটিং করা আমার জন্যও অনেক কষ্টকর। অনেক সময় ঝুঁকি নিতে চাইলে হয়তোবা ব্যাক অফ মাইন্ডে থাকে যে না উইকেট পড়ে গেলে হয়তো বা রানটাও হবে না, কেউ নেই শেষের দিকে। এটা একটু কঠিন হয়ে যায়। তবে আমি যেটি বললাম যে কখনো কেউই চায় না যে টপ অর্ডার ব্যাটসম্যানরা বারবার গিয়ে ব্যর্থ হবে। 



তারা চেষ্টা করছে এবং আমি আশা করি পরের ম্যাচে তারা ওভারকাম করবে। আমার চেষ্টা থাকবে যে পরিস্থিতিতেই যাই না কেন এটা একটা ব্যাটসম্যানের মূল্য থাকে মানে আমার উপরে যে দায়িত্ব সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে খেলতে এবং আমি এমন পরিস্থিতিতে কখনো চাই না পড়তে। তবে যখনই পড়ি তখন আমি আমার সেরাটা বের করে আনতে পারি।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball