ছয় হাজারে তৃতীয় মুশফিক

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬০০০ রানের ক্লাবে প্রবেশ করেছেন বাংলাদেশের মুশফিকুর রহিম। এই নিয়ে তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান এই ক্লাবে প্রবেশ করলেন তিনি।
এই ম্যাচটিতে মাঠে নামার আগে মাইলফলকটি স্পর্শ করতে মুশফিকের প্রয়োজন ছিল মাত্র ৮ রান। রবিবার মাইলফলকে পৌঁছাতে বেশি সময় নেননি এই উইকেটরক্ষক।

বর্তমানে ২১৫ ওয়ানডে বর্তমানে মুশফিকের সংগ্রহ ৬০০০ রান। রয়েছে ৭টি সেঞ্চুরি এবং ৩৬টি হাফসেঞ্চুরি।
এর আগে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ছয় হাজারি ক্লাবে পা রাখার কীর্তি গড়েন ওপেনার তামিম ইকবাল ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
২০৩টি ওয়ানডেতে তামিমের সংগ্রহ ৬ হাজার ৮৯২ রান। ১১টি সেঞ্চুরি এবং ৪৭টি হাফসেঞ্চুরির মালিক এই ওপেনার। ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকও তামিম।
তামিমের পর ২০৬ ম্যাচে ৬ হাজার ৩২৩ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাকিব। ৯টি সেঞ্চুরি এবং ৪৭টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে।