তিন বছর পর একাদশে শফিউল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ (২৬ জুলাই) মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। কলম্বোর আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় ম্যাচটি মাঠে গড়াবে। বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের পর দুই দলের জন্যই নতুন করে শুরু করার প্রথম ম্যাচ এটি।
ইতোমধ্যে টস জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই ম্যাচে প্রায় তিন বছর পর বাংলাদেশের হয়ে মাঠে নামতে যাচ্ছেন পেসার শফিউল ইসলাম।

সর্বশেষ ২০১৬ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন শফিউল। ২০১৯ সালের শুরুতে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে ডাক পেয়েছিলেন ডানহাতি এই পেসার। ঘরোয়া ক্রিকেটে নিজের সামর্থ্য দেখিয়ে নির্বাচকদের বাধ্য করেছিলেন জাতীয় দলে তাঁকে ভেড়াতে।
যদিও নিউজিল্যান্ড সফরে শুধু দলের সঙ্গে তাঁকে রাখাই হয়েছিল। কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ হয়নি তাঁর। এবার সুযোগ পেয়েছেন জাতীয় দলের জার্সিতে মাঠে নামার।
বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
শ্রীলঙ্কা একাদশঃ দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা ও থিসারা পেরেরা।