১০ জন ভালো খেললে আমি ভালো অধিনায়কঃ তামিম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অধিনায়ক হিসেবে নিজেকে যাচাই করার মতো তেমন কোনো তথ্য নেই তামিম ইকবালের। তাই দলের ১০ জনের পারফর্মেন্স দিয়ে নিজের নেতৃত্ব দেয়ার সামর্থ্য পরিমাপ করতে চান প্রথমবারের মতো বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব পাওয়া তামিম।
দেশসেরা এই ব্যাটসম্যানের বিশ্বাস, দল হিসেবে ভালো খেললেই একজন দক্ষ অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে নেতৃত্বের অভিষেক করতে মুখিয়ে আছেন তামিম।

লঙ্কানদের বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাঁহাতি এই ওপেনার বলেন, 'আমরা যদি কাল জিততে পারি বা দল ভালো খেলে তখন অধিনায়ক হিসেবে বিশেষ কিছু মনে হবে। আমি বিশ্বাস করি, বাকি ১০ জন যদি পারফর্ম করতে পারে তাহলে একজন অধিনায়ক কেমন সেটাই প্রমাণ করবে।'
নেতৃত্বে অভিষেক হবে, তাই বলে উত্তেজিত নন তামিম। তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথার্থভাবে পালন করাই এখন একমাত্র লক্ষ্য বাংলাদেশের নতুন এই অধিনায়কের।
'আমি আসলে সেভাবে চিন্তা করছি না যে অধিনায়ক হিসেবে অভিষেক হবে। এই করছি, সেই করছি, অভিষেক হচ্ছে কিনা এগুলো নিয়ে আসলে আমি খুব বেশি রোমাঞ্চিত থাকি না।'
'বরং আমার যে কাজ এবং দায়িত্ব তা যেন পুরোপুরিভাবে পালন করতে পারি, সেদিকে মনোযোগ দিচ্ছি। বোর্ড আমাকে একটি দায়িত্ব দিয়েছে, আমি নিশ্চিত যে যারা খেলবে তাদেরকে আমি আমার যথাসাধ্য সাহায্য করবো।' বলেছেন তামিম।