ভারতে ম্যাচের নাটাই মুমিনুলদের হাতে

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ড. (ক্যাপ্টেন) থিম্মাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে লাগাম হাতে রেখেই দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। কেএসসিএ সেক্রেটারিস একাদশের বিপক্ষে ১৫৫ রানে এগিয়ে আছে মুমিনুল হকের দল। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তিন উইকেটের বিনিময়ে ১০০ রান সংগ্রহ করে দিন শেষ করেছে কেএসসিএ সেক্রেটারিস একাদশ। বিসিবি একাদশকে লক্ষ্য দিতে আরও ১৫৫ রান তুলতে হবে দলটিকে। সাত উইকেটে এই রান তুলতে না পারলে ইনিংস ব্যবধানে জিতে যাবেন মুমিনুলরা।
প্রথম দিন শেষে ৫৬ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল বিসিবি একাদশ। নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ ব্যাটসম্যান জহুরুল ইসলাম ব্যাটে এগোচ্ছিল সফরকারী দলটি। কিন্তু ইনিংস বড় করতে ব্যর্থ হন জহুরুল ইসলাম। ২৮ রানেই থামতে হয়েছে তাঁকে। তবে নিজের হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন শান্ত। তিনি খেলেছেন ৭২ রানের ইনিংস। তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন নুরুল হাসান সোহান।
তিনি খেলেছেন ৬৮ রানের ইনিংস। এই দুইজনের ইনিংসই ছিল প্রথম ইনিংসে বিসিবি একাদশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস। এছাড়া শেষের দিকের ব্যাটসম্যানরাও দলের জন্য অবদান রেখেছেন। সানজামুল ইসলাম ৩৩ এবং শহিদুল ইসলাম খেলেছেন ২৪ রানের ইনিংস।
শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ৩৩৪ রানের পুঁজি দাঁড় করায় বিসিবি একাদশ। কেএসসিএ সেক্রেটারিস একাদশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন আনান্দ। দুটি করে উইকেট নিতে সক্ষম হন কে এস দিভাই এবং প্রবীণ দুবে। একটি উইকেট পেয়েছেন বিদ্যুৎ।
জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংস ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি কেএসসিএ সেক্রেটারিস একাদশের। বিসিবি একাদশের পেসার এবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে ৪৪ রানে ওপেনার অর্জুনকে হারায় দলটি।

এরপর কেএসসিএ সেক্রেটারিস একাদশের শিবিরে দ্বিতীয় আঘাতটিও হানেন এবাদত। ৪০ রানের বিনিময়ে দুই উইকেট নিয়েছেন তিনি। এবাদতের সঙ্গে জুটিতে দারুণ বোলিং করেছেন প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া পেসার শহিদুল ইসলাম। ৩৬ রান দিয়ে এক উইকেট নিয়েছেন তিনি।
কেএসসিএ সেক্রেটারিস একাদশের অভিনব মনোহর ৩৭ রান এবং নাগা ভারত ৩ রানে অপরাজতি থেকে দিন শেষ করেছেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
কেএসসিএ সেক্রেটারিস একাদশ ১ম ইনিংসঃ ৭৯/১০ (৪১ ওভার)
(প্রবীণ ১৬; শহীদুল ৫/২০, আরিফুল ৩/২২, এবাদত ২/৩৬)
বিসিবি একাদশ ১ম ইনিংসঃ ৩৩৪ অলআউট (১০২.৩ ওভার)
(শান্ত ৭২, সোহান ৬৮; আনান্দ ৪/৫৯, প্রবীণ ২/৫৫)
কেএসসিএ সেক্রেটারিস একাদশ ২য় ইনিংসঃ ১০০/৩, ওভার- ২৬ ওভার
(অভিনব ৩৭*, নাগা ভারত ৩*; এবাদত ২/৩৩, শহিদুল ১/৩৬