ভারতে বল হাতে আলো ছড়াচ্ছেন এবাদত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
কেএসসিএ সেক্রেটারিস একাদশ ২য় ইনিংসঃ ৯৬/৩, ওভার- ২৫ ওভার
(অভিনব ৩৩*, নাগা ভারত ৩*; এবাদত ২/৩৩, শহিদুল ১/৩৬

কেএসসিএ সেক্রেটারিস একাদশ ১ম ইনিংসঃ ৭৯/১০ (৪১ ওভার)
(প্রবীণ ১৬; শহীদুল ৫/২০, আরিফুল ৩/২২, এবাদত ২/৩৬)
বিসিবি একাদশ ১ম ইনিংসঃ ৩৩৪ অলআউট (১০২.৩ ওভার)
(শান্ত ৭২, সোহান ৬৮; আনান্দ ৪/৫৯, প্রবীণ ২/৫৫)
ভারতে এবাদতের দুর্দান্ত বোলিংঃ প্রথম ইনিংসে কেএসসিএ সেক্রেটারিস একাদশকে গুঁটিয়ে দিয়েছিলেন বিসিবি একাদশের পেসাররা। কেএসসিএ সেক্রেটারিস একাদশের দ্বিতীয় ইনিংসেও দাপট দেখাচ্ছেন বাংলাদেশি পেসাররা।
ডানহাতি পেসার এবাদত হোসেন ইতোমধ্যে প্রতিপক্ষের শিবিরে দুইবার আঘাত হেনেছেন। ওপেনার অর্জুনকে সাজঘরে ফেরানোর ফিরিয়েছেন তিনি। এরপর তিনে নামা ব্যাটসম্যান শিভাম মিশ্রাকেও ফিরিয়েছেন তিনি।
দলের তৃতীয় উইকেটটি নিয়েছেন আরেক পেসার শহিদুল ইসলাম। ৩৭ রান করা ওপেনার রোহান কদমকে ফিরিয়েছেন তিনি। ৯৬ রান তুলতেই তিন উইকেট হারিয়েছে কেএসসিএ সেক্রেটারিস একাদশ। দলটি থেকে ১৫৯ রানে এগিয়ে আছে বিসিবি একাদশ।