promotional_ad

মুশফিকের ফেরার পর মিঠুনের হাফ সেঞ্চুরি

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ। জবাবে ব্যাটিং করছে বাংলাদেশ।


মুশফিকের ফেরার পর মিঠুনের হাফ সেঞ্চুরিঃ


মুশফিক ৪৬ বলে ৫০ রানের ইনিংস খেলে হাসরাঙ্গার শিকার হয়ে ফিরে গেলে একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মোহাম্মদ মিঠুন। তাঁর অর্ধশতক এসেছে ৬০ বলে। মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত আছেন ১৯ রান করে।


মুশফিকের হাফ সেঞ্চুরি, মিঠুনের ব্যাটে রানঃ


চার নম্বরে নেমে ৪১ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিক। ওয়ান ডাউনে নামা মিঠুনও রান পেয়েছেন।



promotional_ad

অধিনায়কত্বের শুরু নেতার মতো হলো না তামিমেরঃ


বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল দারুণ শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। বাঁহাতি এই ওপেনার ৪৭ বলে ৩৭ রানের ইনিংস খেলে লাহিরু কুমারার বলে রাজিথার হাতে ক্যাচ দিয়ে আউট হন। মাশরাফি বিন মুর্তজার ইনজুরিতে দলের নেতৃত্ব পাওয়া তামিমের শুরুটা নেতার মতো হলো না।


সাজঘরে সৌম্যঃ


সৌম্য দারুণ শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। তিনি ১৩ রান করে কাসুন রাজিথার বলে আপন্সর হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। বাংলাদেশের হয়ে ওয়ান ডাউনে ব্যাটিং করতে নেমেছেন মোহাম্মদ মিঠুন।


তামিম-সৌম্যর ব্যাটে বাংলাদেশের শুভসূচনাঃ


শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের দেয়া বড় লক্ষ্যের জবাবে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকার বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন। ৮ ওভারেই দুই ওপেনার ৩৫ রান তুলে নেন।



সংক্ষিপ্ত স্কোরঃ


শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশঃ ২৮২/৮ (৫০ ওভার) (শানাকা ৮৬*, জয়াসুরিয়া ৫৬; সৌম্য ২/২৯, রুবেল ২/৩১)


বাংলাদেশঃ ১৮৩/৩ (৩২.৩ ওভার) (মিঠুন ৫০*, মাহমুদউল্লাহ ১৯*)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball