ইমরুলের ব্যাটে রান

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এই ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করছে মোহাম্মদ মিঠুনের দল।
ইমরুলের ব্যাটে রানঃ

আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ 'এ' দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ইমরুল কায়েস এবং এনামুল হক বিজয়। ওপেনিং জুটিতে তাঁরা যোগ করেন ৫৬ রান।
বিজয় ব্যক্তিগত ২৪ রানে করিম জানাতের বলে নাসির জামালের হাতে ক্যাচ দিয়ে আউট হন। এরপর অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে নিয়ে আরেকটি জুটি গড়েন ইমরুল। শেষ খবর পাওয়া পর্যন্ত ইমরুল ৩৭ এবং মিঠুন ১৭ রানে অপরাজিত আছেন। 'এ' দলের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৮৮ রান।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ 'এ' দলঃ ৮৮/১ (১৭ ওভার)
(ইমরুল ৩৭*, মিঠুন ১৭*)