১৪ বছর পর ফ্রিতে ক্রিকেট ম্যাচ সম্প্রচার করবে ইংল্যান্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে ইংলিশ টেলিভিশন 'চ্যানেল ফোর'। রবিবার (১৪ জুলাই) ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের ম্যাচটি সম্পূর্ণ ফ্রিতে দেখাতে টিভি চ্যানেলটি। বিষয়টি বেশ ভালো লেগেছে ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানের।
ঘরের মাঠে ২০০৫ অ্যাশেজ জয়ের পর ইংল্যান্ডে বিনা অর্থে টিভিতে সরাসরি ক্রিকেট ম্যাচ দেখা বন্ধ করে দেয়া হয়েছিল। ১৪ বছর পর আবারো বিনা খরচে টিভিতে খেলা দেখতে যাচ্ছে ইংল্যান্ডের জনগন।

ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান এ প্রসঙ্গে বলেন, 'সবাই ফাইনাল দেখার সুযোগ পাবে এটা দারুণ ব্যাপার। ২০০৫ সালের অ্যাশেজ আমার জন্য দারুণ মুহূর্ত ছিল যখন থেকে ক্রিকেট অসাধারণ লাগা শুরু করে। পুরো গ্রীষ্মের মৌসুমে সব জায়গায় ছড়িয়ে পড়েছিল।'
বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব পাওয়া স্কাইয়ের সঙ্গে ম্যাচটি টিভিতে দেখানোর জন্য চুক্তি করেছে চ্যানেল ফোর। এছাড়া বিবিসি স্পোর্টস ওয়েবসাইট এবং অ্যাপে টেস্টে ম্যাচের বিশেষ রেডিও ধারাভাষ্য এবং ভিডিও ক্লিপের ব্যবস্থা করা হয়েছে।
২৭ বছর পর ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। তাই ম্যাচটির উত্তেজনা পুরো দেশে ছড়িয়ে দিতে চাইছে তারা।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিশ্বকাপের সেমিফাইনালে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ইংল্যান্ড। এজবাস্টনে আট উইকেটের বিশাল ব্যবধানে শক্তিশালী অজিদের হারিয়েছে ইংল্যান্ড।