promotional_ad

মুশফিকের বিদায়ে চাপে বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে ভারতের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। এই সমীকরণ মাথায় নিয়েই ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল মাশরাফি বিন মুর্তজার দল। শুরুতে টস ভাগ্যটা অবশ্য যায়নি বাংলাদেশের পক্ষে। প্রতিপক্ষ অধিনায়ক বিরাট কোহলি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। তাঁর সিদ্ধান্তে প্রথমে ব্যাট করে ওপেনার রোহিত শর্মার সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট ৩১৪ রানের পুঁজি পায় ভারত। ৩১৫ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে বাংলাদেশ।


ফিরলেন মুশফিকঃ


দুই ওপেনার বিদায় নিলেও সাকিব আল হাসানের সঙ্গে জুটি গড়েছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের ব্যাটে দলীয় ১০০ পার করেছিল টাইগাররা। কিন্তু ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে সাকিবকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেন নি মুশফিক।


যুবেন্দ্র চহলকে সুইপ করতে গিয়ে মোহাম্মদ শামির হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। ২৩ বলে ২৪ রান আসে তাঁর ব্যাট থেকে। নিজেদের মধ্যে ৪৭ রানের জুটি গড়েছিলেন সাকিব এবং মুশফিক।


সৌম্যর বিদায়ঃ



promotional_ad

তামিম ফিরে যাওয়ার পর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে দলের স্কোরবোর্ডে রান যোগ করে যাচ্ছিলেন আরেক ওপেনার সৌম্য সরকার। দুজন মিলে ৩৫ রানের জুটি গড়লেও বোলিংয়ে আসা হার্দিক পান্ডিয়াকে উইকেট ছুঁড়ে দেন সৌম্য। ৩৫ রানে বিরাট কোহলিকে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। 


ফিরলেন তামিমঃ 


ইনিংসের শুরুটা ভালোই করেছিলেন ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকার। দুজন দেখে শুনে স্কোরবোর্ডে রান যোগ করছিলেন। ইনিংসের দশম ওভার পর্যন্ত জাসপ্রিত বুমরাহ-ভুবনেশ্বর কুমারদের বিপক্ষে ভুল কোন শট খেলেননি কেউই।


কিন্তু দশম ওভারে পাওয়ার প্লে শেষ হওয়ার খানিক আগে পেসার মোহাম্মদ শামির বলে ইনসাইড এজে বোল্ড হন তামিম। ৩১ বলে ২২ রান করে আরও একবার বিশ্বকাপে ব্যর্থতার পরিচয় দেন তিনি। তাঁর বিদায়ে সৌম্যকে সঙ্গ দিতে ক্রিজে নেমেছেন সাকিব আল হাসান।


তামিম-সৌম্যর ভূমিকা পরিবর্তনঃ


ভারতের বিপক্ষে ভূমিকা পরিবর্তন করে খেলছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকার। আগের সব ম্যাচে তামিম দেখে শুনে খেললেও এই ম্যাচে খানিকটা আক্রমণাত্মক মনোভাবে ব্যাট করছেন তিনি।



জাসপ্রিত বুমরাহকে তাঁর প্রথম ওভারে দুই বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খোলেন এই ওপেনার।  অন্যদিকে ভারতের পেসারদের পাওয়ার প্লে'তে দেখে শুনে খেলে তামিমকে বেশ ভালোই সঙ্গ দিয়ে যাচ্ছেন সৌম্য সরকার।   


সংক্ষিপ্ত স্কোরঃ


বাংলাদেশঃ ৩৯/১ (১০ ওভার) 


ভারতঃ ৩১৪/৯ (৫০ ওভার) (রোহিত ১০৪) (মুস্তাফিজ ৫/৫৯)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball