মুস্তাফিজের জোড়া শিকার, সাজঘরে কোহলি-পান্ডিয়া

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারতঃ ২৩৭/৪ (৩৮.৪ ওভার) (পান্ত ২৩*)
মুস্তাফিজের জোড়া শিকারঃ
ব্যক্তিগত ২৬ রানে মুস্তাফিজুর রহমানকে মিড উইকেটে উড়িয়ে মারতে গিয়ে সীমানার কাছে রুবেল হোসেনের হাতে ক্যাচ দিয়ে আউট হন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এরপর রানের খাতা খোলার আগেই হার্দিক পান্ডিয়াকে সৌম্য সরকারের ক্যাচ বানিয়েছেন মুস্তাফিজ।
রোহিতকে ফেরালেন সৌম্যঃ
সেঞ্চুরি হাঁকানোর পর দলীয় ১৮০ রানের মাথায় সৌম্য সরকারের বলে আউট হয়েছেন রোহিত শর্মা। সৌ??্যর করা বলটি এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে ড্রাইভ করতে যান রোহিত। কিন্তু শেষ পর্যন্ত লিটন দাসের তালুবন্দি হয়ে ফিরতে হয় তাঁকে।

রোহিতের সেঞ্চুরিঃ
মাত্র ৯ রানের মাথায় জীবন পাওয়া রোহিত শর্মা তুলে নিয়েছেন তাঁর ওয়ানডে ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি। তাঁর ক্যাচ নিতে না পারার মাশুল বেশ ভালোভাবেই দিয়েছে বাংলাদেশ।
ভারতের দেড়শঃ
রোহিত শর্মা এবং লোকেশ রাহুলের ব্যাটে দেড়শ রান পার করেছে ভারত। দুই ব্যাটসম্যানের ব্যাটে রীতিমত ধুঁকছে মাশরাফি।
রোহিতের পর রাহুলের হাফ সেঞ্চুরিঃ
রোহিত শর্মার পর হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন আরেক ওপেনার লোকেশ রাহুলও। ওয়ানডে ক্যারিয়ারে এটি তাঁর চতুর্থ হাফ সেঞ্চুরি।
ভারতের দলীয় শতকঃ
তামিম ইকবালের হাতে মাত্র ৯ রানে জীবন পাওয়ার পর ব্যাট হাতে জ্বলে উঠেছেন রোহিত শর্মা। লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে দলকে ১০০ রান পার করিয়েছেন তিনি।
রোহিতের হাফসেঞ্চুরিঃ
ইনিংসের শুরুর দিকে জীবন পাওয়ার পর ৪৫ বলে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার রোহিত শর্মা। এটি তাঁর ওয়ানডে ক্যারিয়ারের ৪৩তম হাফসেঞ্চুরি।
রোহিতকে জীবন দিলেন তামিমঃ
এজবাস্টনে টস জিতে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার রোহিত শর্মা এবং লোকেশ রাহুলের ব্যাটে উড়ন্ত সূচনা পায় ভারত। তবে মুস্তাফিজুর রহমানের করা পঞ্চম ওভারের চতুর্থ বলে ক্যাচ দিয়েছিলেন রোহিত।
মুস্তাফিজের করা শর্ট বলটি পুল করতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে বসেন রোহিত। কিন্তু সহজ ক্যাচটি লুফে নিতে ব্যর্থ হন তামিম ইকবাল। ফলে মাত্র ৯ রানে জীবন পান রোহিত।