promotional_ad

কোহলি-শাস্ত্রীর কাছে পিটারসেনের আবেদন

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলের বিজয় শঙ্করকে খুব করেই চাইছেন সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার রসদ আছে শঙ্করের, মনে করেন পিটারসেন।


পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিষেক হয়েছিল শঙ্করের। সেই ম্যাচে প্রথম বলেই উইকেট তুলে নিয়েছেন তিনি। অপরাজিত ১৫ রানের ইনিংস খেলে ব্যাট হাতেও অবদান রেখেছেন। এরপর আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও একাদশে সুযোগ পেয়েছেন শঙ্কর।


promotional_ad

চোখে পড়ার মতো ভূমিকা পালন করতে দেখা যায়নি তাঁকে। ব্যাট হাতে ২৯ এবং ১৪ রানের ইনিংস খেলে শেষ দুই ম্যাচে। তবে ইংল্যান্ডের বিপক্ষে নিজের সামর্থ্য দেখাবে শঙ্কর, বিশ্বাস পিটারসেনের।


শঙ্করকে দলে রাখতে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রীকে অনুরোধ করেছেন ইংলিশ এই তারকা। টুইটে পিটারসেন লিখেছেন, 'বিরাট এবং রবি, দয়া করে বিজয় শঙ্করকে বসিয়ে দিও না। আমি মনে করি আগামীকালের (আজকের) ম্যাচ জেতানোর জন্য তাঁর যথেষ্ট প্রতিভা রয়েছে।'


এই মুহূর্তে তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্তকে নিয়ে ভাবতে বারণ করেছেন পিটারসেন। তাঁর মতে, ইংলিশ কন্ডিশনে পান্তকে আরও অনুশীলন প্রয়োজন। তিনি লিখেছেন, 'পান্তের ব্যাপারে চিন্তাই করা ঠিক হবে না। আমার মনে হয় একাদশে জায়গা পেতে ওর আরও তিন সপ্তাহ প্রস্তুতি প্রয়োজন।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball